শিরোনাম
◈ জামায়াতের সতর্কতামূলক চিঠি, মিম্বারে বসেই ছিঁড়ে ফেললেন খতিব! (ভিডিও) ◈ পা‌কিস্তা‌নের বিমান হামলায় আফগানিস্তানে  তিন ক্রিকেটারসহ নিহত ৮, নিন্দা আফগান ক্রিকেট বো‌র্ডের ◈ ইসরা‌য়ে‌লে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ, আমেরিকাই গাজা যুদ্ধের মূল স্থপতি: গ‌বেষণা ◈ ও‌য়েস্ট ই‌ন্ডিজ থে‌কে বাংলাদেশ অ‌নেক শ‌ক্তিশালী: কোচ ড‌্যা‌রেন স্যামি  ◈ ক্রিকে‌টে আগামী বছর থে‌কে চালু হচ্ছে টেস্ট-টোয়েন্টি ◈ ছি‌লেন বিমানচালক এখন জিম্বাবুয়ে দলে অলরাউন্ডার নাকভি ◈ চাইনিজ তাইপের কাছে হেরে গে‌লো বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ সই হলো জুলাই সনদ, সংশয় কি কাটলো? ◈ পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে হামলা-লুটপাট, ভিডিও ভাইরাল ◈ চট্টগ্রামে ৮ কারখানা বন্ধ ঘোষণা

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০৬:২৩ বিকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০৬:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাগেরহাটে অবশেষে ভেঙে পড়ল সেতু, জনদুর্ভোগ চরমে

সাইফুল ইসলাম: [২] বাগেরহাটের মোরেলগঞ্জে বিশারীঘাটা বাজার সংলগ্ন খালের উপর সেতুটি আংশিক ভেঙে পড়েছে। সোমবার (৪ অক্টোবার) দিবাগত মধ্য রাতে এটি ভেঙে পড়ে।

[২] লোহার অ্যাঙ্গেলের উপর কংক্রিটের ঢালাই দিয়ে নির্মিত এ সেতু। প্রতিদিন শত শত মানুষ এ পথে মোরেলগঞ্জ শহরে আসা- যাওয়া সহ স্থানীয় বি বি আফসারিয়া মাধ্যমিক বিদ্যালয়, ওয়াজেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও পার্শ্ববর্তী মসজিদের মুসল্লীদের এবং বাজারে যাওয়া আসার ক্ষেত্রে মানুষকে চরম ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছিল।

[৩] অবশেষে এটি গত রাতে ভেঙ্গে পড়ে। তবে এতে কোন দুর্ঘটনা ঘটেনি। ঝড়, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন সমযে নানা কারণে এটি ক্ষতিগ্রস্ত হয়েছে। লোনা পানি এর জন্য বড় একটি কারণ বলে অনেকে মনে করছেন।

[৪] গত দেড় বছর ধরেই সেতুটি ঝুকিপূর্ণ অবস্থায় ছিল। তবে সপ্তাহখানেক ধরে চরম খারাপ অবস্থায় ছিল সেতুটি। গতকাল রাতে সেতুটির দক্ষিণ পাশের লোহার পিলার দেবে ভেঙে পড়েছে। ভাঙা সেতুর উপর সাঁকো দিয়ে পার হচ্ছে অনেক শিক্ষার্থী ও পথচারীরা। সেতুটির বর্তমান অবস্থা কোথাও অনেক খাড়া কোথাও অনেক ঢালু এবং ফাঁকা হয়ে গেছে উপরের ঢালাই।

[৫] এদিকে, সেতুটি ভেঙে যাওযার ফলে নিরুপায় হয়ে পড়েছেন বেশিরভাগ স্থানীয় বাসিন্দা। বিকল্প ব্যবস্থায় অতিরিক্ত ৬/৭ কি.মি. ঘুরতে হয় তাদের।

[৬] এব্যাপারে ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম জানান, ইউপি চেয়ারম্যান এইচএম মাহমুদ আলী জানান, সেতুটি পুননির্মাণে সয়েল টেস্ট সম্পন্ন হয়েছিল।

[৭] স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বিভাগের সহকারী প্রকৌশলী ও উপজেলা ভারপ্রাপ্ত প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, এটি পুনঃনির্মাণে সকল কাজ সম্পন্ন। টেন্ডার আহ্বান প্রক্রিয়াধীন আছে। খুব শীঘ্রই এখানে টেকসই একটি সেতু নির্মাণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়