শিরোনাম
◈ নির্বাচন নিয়ে আপাতত স্বস্তি, অর্থনীতির পালে হওয়া ◈ ১০০ মিলিয়ন ডলারের দুর্নীতি কেলেঙ্কারি, জেলেনস্কির জ্বালানি খাতের সংস্কার প্রতিশ্রুতি  ◈ হাসিনার মামলার রায়: কর্মসূচির নামে নাশকতার চেষ্টা, উদ্বেগ-উৎকণ্ঠা ◈ মধ্যরাতে হাজারীবাগে পার্কিং করা বাসে আগুন ◈ বাংলাদেশের এমসিসি অবস্থা আরও শোচনীয়: রেড জোনে ১৬ সূচক, উন্নতি মাত্র একটিতে ◈ কেন ৩ উপদেষ্টার পদত্যাগ চায় জামায়াতসহ ৮ দল ◈ ৩ রাষ্ট্রদূত নিয়োগের বিষয়ে যা বললেন প্রেস সচিব শফিকুল আলম ◈ রাজনৈতিক এলিট সেটলমেন্ট না বদলালে পরিবর্তন সম্ভব নয়: তথ্য উপদেষ্টা ◈ বরিশালে হাফ ভড়া নিয়ে দ্বন্দ্বে রণক্ষেত্র, শতাধিক বাসে ভাঙচুর, আহত ৪০ ◈ ২০২৬ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০৬:২৩ বিকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০৬:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাগেরহাটে অবশেষে ভেঙে পড়ল সেতু, জনদুর্ভোগ চরমে

সাইফুল ইসলাম: [২] বাগেরহাটের মোরেলগঞ্জে বিশারীঘাটা বাজার সংলগ্ন খালের উপর সেতুটি আংশিক ভেঙে পড়েছে। সোমবার (৪ অক্টোবার) দিবাগত মধ্য রাতে এটি ভেঙে পড়ে।

[২] লোহার অ্যাঙ্গেলের উপর কংক্রিটের ঢালাই দিয়ে নির্মিত এ সেতু। প্রতিদিন শত শত মানুষ এ পথে মোরেলগঞ্জ শহরে আসা- যাওয়া সহ স্থানীয় বি বি আফসারিয়া মাধ্যমিক বিদ্যালয়, ওয়াজেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও পার্শ্ববর্তী মসজিদের মুসল্লীদের এবং বাজারে যাওয়া আসার ক্ষেত্রে মানুষকে চরম ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছিল।

[৩] অবশেষে এটি গত রাতে ভেঙ্গে পড়ে। তবে এতে কোন দুর্ঘটনা ঘটেনি। ঝড়, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন সমযে নানা কারণে এটি ক্ষতিগ্রস্ত হয়েছে। লোনা পানি এর জন্য বড় একটি কারণ বলে অনেকে মনে করছেন।

[৪] গত দেড় বছর ধরেই সেতুটি ঝুকিপূর্ণ অবস্থায় ছিল। তবে সপ্তাহখানেক ধরে চরম খারাপ অবস্থায় ছিল সেতুটি। গতকাল রাতে সেতুটির দক্ষিণ পাশের লোহার পিলার দেবে ভেঙে পড়েছে। ভাঙা সেতুর উপর সাঁকো দিয়ে পার হচ্ছে অনেক শিক্ষার্থী ও পথচারীরা। সেতুটির বর্তমান অবস্থা কোথাও অনেক খাড়া কোথাও অনেক ঢালু এবং ফাঁকা হয়ে গেছে উপরের ঢালাই।

[৫] এদিকে, সেতুটি ভেঙে যাওযার ফলে নিরুপায় হয়ে পড়েছেন বেশিরভাগ স্থানীয় বাসিন্দা। বিকল্প ব্যবস্থায় অতিরিক্ত ৬/৭ কি.মি. ঘুরতে হয় তাদের।

[৬] এব্যাপারে ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম জানান, ইউপি চেয়ারম্যান এইচএম মাহমুদ আলী জানান, সেতুটি পুননির্মাণে সয়েল টেস্ট সম্পন্ন হয়েছিল।

[৭] স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বিভাগের সহকারী প্রকৌশলী ও উপজেলা ভারপ্রাপ্ত প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, এটি পুনঃনির্মাণে সকল কাজ সম্পন্ন। টেন্ডার আহ্বান প্রক্রিয়াধীন আছে। খুব শীঘ্রই এখানে টেকসই একটি সেতু নির্মাণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়