শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০৩:৫২ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০৩:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাঁকো ভেঙে যাওয়ায় বশেমুরবিপ্রবি'র সহস্রাধিক শিক্ষার্থীর দুর্ভোগ

মেহেদী হাসান: [২] গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলছে আগামী ৭ অক্টোবর। ইতোমধ্যে আসতে শুরু করেছে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। শিক্ষার্থীর তুলনায় হলের আসন সংখ্যা সীমিত হওয়ায় অধিকাংশ শিক্ষার্থীদের থাকতে হয় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায়। শিক্ষার্থীদের একটা বড় অংশ থাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনে চরপাথালিয়ায়।

[৩] চরপাথালিয়ার একটি খাল বিশ্ববিদ্যালয় থেকে চরপাথালিয়াকে বিভক্ত করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য একটি কাঠের সাঁকো ছিলো। যা করোনাকালীন ভেঙে দেয়া হয়।

[৪] বর্তমানে প্রায় সহস্রাধিক শিক্ষার্থীর বাস এই চরপাথালিয়ায়। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্য এখন একমাত্র সাঁকোটি না থাকার ফলে শিক্ষার্থীদের চরপাথালিয়া থেকে ঘোনাপাড়া হয়ে বিশ্ববিদ্যালয়ে আসতে হয়। যা অনেক ব্যয়বহুল ও সময় সাপেক্ষ।

[৫] ফ্যাইনান্স এন্ড ব্যাংকিং ডির্পাটমেন্টের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রনি বলেন, বিশ্ববিদ্যালয়ের পেছনে চরপাথালিয়া এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্য সাঁকোটি পূর্বে ছিলো। কিন্তু করোনাকালীন সাঁকোটি ভেঙে দেয়া হয়। সাঁকোটি দিয়ে বিশ্ববিদ্যালয়ে যেতে সময় লাগে ১ থেকে ২ মিনিট। কিন্তু বর্তমানে সাঁকো না থাকার কারণে প্রতিদিন ২০ থেকে ৩০ টাকা অতিরিক্ত খরচ করে বিশ্ববিদ্যালয় যাতায়াত করতে হচ্ছে।

[৬] পদার্থ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিল্টন হোসাইন বলেন, এ এলাকায় প্রায় সহস্রাধিক শিক্ষার্থী থাকে। যাদের প্রায় অধিকাংশ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে। যার জন্য টিউশন এ যেতে হলে অন্তত ভার্সিটি পর্যন্ত যাওয়া প্রয়োজন হয়। সাঁকো না থাকার ফলে অতিরিক্ত সময় ব্যয় করে ও টাকা খরচ করে ভার্সিটিতে যেতে হয়।

[৭] বশেমুরবিপ্রবি ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই ভিসি বাংলোর পেছনে চরপাথালিয়ায় একসময় প্রায় ২’শ শিক্ষার্থী থাকতো। শিক্ষার্থী সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বর্তমানে সহস্রাধিক শিক্ষার্থীর বসবাস এই চরপাথালিয়া এলাকায়৷ করোনাকালীন বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা সংক্রান্ত ঝামেলার জন্য সাঁকোটি ভেঙে দেয়া হয়। ভেঙে দেয়ার পরবর্তীতে চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কারনে অধিকাংশ শিক্ষার্থী চরপাথালিয়ায় অবস্থান করছে। সাঁকোটি হলে বিশ্ববিদ্যালয়ে যেতে সময় লাগে ৫ মিনিট। কিন্তু বর্তমানে সাঁকো না থাকার ফলে মহাসড়কে যানবাহনের জন্য অপেক্ষা করে তারপর ঘোনাপাড়া হয়ে বিশ্ববিদ্যালয় যেতে হয়৷"

[৮] তিনি আরো বলেন, আমরা দীর্ঘদিন ধরে উপাচার্য স্যারের কাছে সাঁকোটি নির্মাণের দাবি জানিয়েছি। উনি আন্তরিকতার সাথে বলেছিলেন সাঁকো তৈরি করে দিবেন। কিন্তু নানা সমস্যার কারনে ২ মাস অতিবাহিত হওয়ার পরেও সাঁকোটি তৈরি হয়নি৷ একজন শিক্ষার্থী হিসেবে তিনি ছাত্রদের যাতায়াতের জন্য সাঁকোটি তৈরি করার উপার্চাযের নিকট আবেদন করেন সাঁকোটি যেনো এমন ভাবে করে দেয়া হয় যেনো সাঁকোটি দীর্ঘস্থায়ী হয়।

[৯] এর আগে এ বিষয়ে উপাচার্য ড. একিউএম মাহবুবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাঁকো দেয়া হবে কিন্তু সেটা দিতে হলে আমাদের একটা জায়গা ঠিক করতে হবে। কারণ এর আগে অনেক চুরির অভিযোগ এসেছে। তাই সেখানে ২৪ ঘণ্টার জন্য একজন সিকিউরিটি গার্ড লাগবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়