শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০২:৪০ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘির কেজিতে ২০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম, বিপাকে ক্রেতারা

আমিনুল জুয়েল: [২] হঠাৎ করেই বগুড়ার আদমদীঘির বিভিন্ন বাজারে দাম বেড়েছে পেঁয়াজের। তিন দিনের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজ ক্রয় করতে গুনতে হচ্ছে ১৫-২০ টাকা বেশি। এতে বিপাকে পরেছে ক্রেতারা। অনেকেই পেঁয়াজ কিনতে এসে ক্ষোভ জানিয়েছেন। অনেকেই দুষছেন সিন্ডিকেটকে। আরো দাম বাড়তে পারে ভেবে অনেকেই চাহিদার তুলনায় বেশি ক্রয় করছেন।

[৩] সরেজমিনে বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মানভেদে প্রতি কেজি পেঁয়াজ ৬০-৬৫ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু গত ৩দিন আগেও বিক্রি হয়েছে ৪০-৪৫ টাকায়। আর ইন্ডিয়ান পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা।

[৪] কাশিমালকুড়ি গ্রামের ব্যবসায়ী মোকাদ্দেস আলী জানান, গত হাটের দিন (শনিবার) মানভেদে পেঁয়াজ ৪০-৫০ টাকায় বিক্রি করেছি। কিন্তু তার পরের দিন (রোববার) মোকাম থেকে বেশি দামে কিনতে হয় পেঁয়াজ। এজন্য প্রতি কেজি পেঁয়াজ ৬০ টাকা দরে বিক্রি করছি। বেশি দামে ক্রয় করে তো আর লসে বিক্রি করতে পারবো না।

[৫] পেঁয়াজের দাম আরও বাড়বে কি-না, এমন প্রশ্নে তিনি বলেন, বছরের এই সময়ে পেঁয়াজের দাম একটু বাড়ে। পেঁয়াজের দাম আরও বাড়ার সম্ভবনা রয়েছে বলেও জানান তিনি।

[৬] আরেক পেঁয়াজ ব্যবসায়ী মহসিন আলী জানান, হঠাৎ করেই পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১৫-২০ টাকা। এতে পেঁয়াজ বিক্রি বেড়ে গেছে। সকালে দুই ঘণ্টার মধ্যে প্রায় একমণ পিয়াজ বিক্রি করেছি। তবে, ইন্ডিয়ান পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে পাঁচ থেকে সাত টাকা। বাজারে নিম্ন ও মধ্য আয়ের মানুষ পেঁয়াজ ক্রয় করতে এসে ক্ষোভ জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়