সুজিৎ নন্দী: [২] ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ’র যৌথ উদ্যোগে বাস রুট রেশনালাইজেশনের আওতায় পরিচালিত হয়।
[৩] সোমবার (০৪ অক্টোবর) মিরপুর এলাকায় গাড়ীর ফিটনেস, রুট পারমিট ও ট্যাক্স টোকেন না থাকায় ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্টে ৭টি মামলায় ১২ হাজার ৪শ’ টাকা এবং বিআরটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালিত মোবাইল কোর্টে ৮টি মামলায় ২৩ হাজার টাকা জরিমানা আদায় করে। এছাড়াও একটি গাড়ী ডাম্পিং স্টেশনে প্রেরন করা হয়।
[৪] এসময় অন্যান্যের মধ্যে ডিএনসিসি এবং বিআরটিএ'র সংশ্লিট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।