শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ০৬:১৮ বিকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ০৬:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক আহত ২

মাসুম বিল্লাহ: [২] নেত্রকোনার দুর্গাপুরে বালুবাহী লরি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. আলামিন মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা মো. ইরাজ (৪০) ও খোকন মিয়া (৩২) গুরুতর আহত হয়।

[৩] সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার বিরিশিরি শ্যামগঞ্জ সড়কের নওয়াপাড়া নামক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত চালক উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের লক্ষীপুর এলাকার মো. ছোট আবুর ছেলে। আহত ২জন একই এলাকার বাসিন্দা।

[৪] স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে মোটরসাইকেল যোগে আলামিন, ইরাজ আলী ও খোকন মিয়া ৩ জন বাড়ি যাওয়ার উদ্দেশ্য রওনা করেন। যাওয়ার পথিমধ্যে নওয়াপাড়া নামক স্থানে আসলে সামনের দিক থেকে আসা বালুবাহী লড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলটির।

[৫] এরপর স্থানীয়রা তিন জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আলামিন কে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় আহত ইরাজ আলী এবং খোকন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

[৬] দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ঘাতক লরিটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইন আনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়