সাকিবুল আলম: [২] যুক্তরাষ্ট্রের বিতর্কিত কর আইনকে দায়ী করছে অনেকেই।
[৩] সারা বিশ্বে ঝড় তোলা প্যান্ডোরা পেপারসএর তালিকায় নাম নেই যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী জেফ বেজোস, অ্যালোন মাস্ক, বিল গেটস কিংবা ওয়ারেন বাফেটের। বিশেষজ্ঞরা জানিয়েছে, এর জন্য দায়ী যুক্তরাষ্ট্রের উদার কর নীতি। ডেইলি মেইল
[৪] প্যান্ডোরা পেপারকে বলা হচ্ছে ২০১৬ সালে প্রকাশিত পানামা কেলেঙ্কারির সিক্যুয়েল। পানামা পেপারসের তালিকায় ডোনাল্ড ট্রাম্পএর নাম থাকলেও পরবর্তীতে সাবেক মার্কিন প্রেসিডেন্টের আর্থিক কারচুপির বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করেনি ওয়াশিংটনভিত্তিক প্যানডোরা পেপারস।
[৫] যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার(এনএসএ) অতি গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্লোডেন উপহাস করে বলেন, এতো বড় দুটি আর্থিক কেলেঙ্কারির নথি প্রকাশ হবার পরও জড়িত আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের কাজ চালিয়ে যাচ্ছে।