মাহিন সরকার : [২] টি-টোয়েন্টি ক্রিকেটে বরারবই বল হাতে মিতব্যয়ী সাকিব আল হাসান। যেকারণে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও সাকিবকে দলে নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি।
[৩] এবারের আইপিএলে প্রথম পর্বে সুযোগ পেলেন খুব একটা ভাল করতে পারেননি সাকিব আল হাসান। রোববার একাদশে সুযোগ পেয়ে সাকিব টানা ৪ ওভার বোলিংয়ে সাকিব খরচ করেন মাত্র ২০ রান। নেন ১ উইকেট। যেখানে পরিসংখ্যানটি বলছে টি-টোয়েন্টিতে ৭-১৫ ওভার বোলিংয়ে সবার সেরা স্পিনার সাকিব।
[৪] সাকিব মোট উইকেট শিকার করেছেন ১৭৫টি। যা স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট। সাকিবের ইকোনমি রেট মাত্র ৬.৪৭।