শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ১০:৩৬ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ০২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা রিপন মিয়া গ্রেপ্তার

মহসীন কবির: [২] রোববার (৩ অক্টোবর) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, দুপুরে রাজধানীর মিন্টু রোডের মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। সময় ও ডিবিসি টিভি

[৩]দেশে সম্প্রতি একাধিক ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ইভ্যালি, ই-অরেঞ্জের প্রতারণা আর অফিস বন্ধের পর এক নোটিশে নিজেদের অফিস বন্ধ ঘোষণা করে কিউকম। তারা কাউকে গুলশান নিকেতনের অফিসে যেতেও নিষেধ করে দেয়।

[৪] এ বছরের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করে কিউকমডটকম। ইভ্যালির মতো তারাও বিশাল ছাড়ে বাজারমূল্যের চেয়ে কম দামে পণ্য বিক্রির বিজ্ঞাপন দেয়। প্রতিষ্ঠানটির দাবি, তাদের নিবন্ধিত গ্রাহকের সংখ্যা ৬ লাখের বেশি। গ্রাহকদের সময়মতো পণ্য সরবরাহ না করার বিস্তর অভিযোগ রয়েছে কিউকমের বিরুদ্ধেও। বাণিজ্য মন্ত্রণালয়েও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। প্রথম আলো

[৫] ফোস্টার পেমেন্টস ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, এটি এসএসডি টেক নামক একটি কোম্পানির পেমেন্ট সার্ভিস উইং। বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়া, মিয়ানমার ও সিঙ্গাপুরেও তারা রাত-দিন ২৪ ঘণ্টা সেবা দেয়। রাজধানীর গুলশানে উদয় টাওয়ারে তাদের কার্যালয়। ওয়েবসাইটে দেওয়া ফোনে গতকাল প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফখরুল ইসলামকে ফোন করলেও তিনি ফোন ধরেননি। খুদে বার্তা দিলেও কোনো জবাব দেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়