শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০৭:১৬ বিকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০৭:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধোনীকে ‘তথাকথিত ফিনিশার’ বললেন গম্ভীর

স্পোর্টস ডেস্ক : [২] ভারতের বিশ্বকাপজয়ী ওপেনার গৌতম গম্ভীর যেন বিতর্কের সমার্থক শব্দে পরিণত হয়েছেন। সাবেক এই ব্যাটসম্যান কথা বলেছেন আর সেটার আলোচনা বা সমালোচনা হয়নি, এমন খুঁজে পাওয়া একটু জটিলই বটে! তার তীক্ষণ আর চাঁচাছোলা বক্তব্যে, সতীর্থ থেকে ভিনদেশি, সিনিয়র কিংবা জুনিয়র, বাদ পড়েনি কেউ—ই। আর প্রসঙ্গটা যখন মহেন্দ্র সিং ধোনি তখন যেন একটু গলা চড়িয়ে নেন গম্ভীর। ঝুঁলির সর্বোচ্চ আক্রমণাত্মক শব্দটি ব্যবহার করতেও পিছপা হন না তিনি।

[৩] সাবেক সতীর্থ ও অধিনায়ক ধোনির সঙ্গে তার তেতো সম্পর্কের খবর পুরোনো। অনেকে মনে করেন গম্ভীরের ক্যারিয়ার দীর্ঘায়িত না হওয়ার পেছনেও অধিনায়ক ধোনির ভূমিকা রয়েছে। আর সেটা বুঝি নিজেও মানেন গম্ভীর। সে কারণে সুযোগ পেলেই বিশ্বকাপ জয়ী অধিনায়কের এক হাত নেন। সম্প্রতি কোনো রাগঢাক না রেখেই আবারও ধোনিকে খোঁচা মারলেন তিনি। তার মতে, সর্বকালের সেরা ফিনিশার হিসেবে নাম কামানো ধোনি ‘সো কল্ড ফিনিশার’ বা ‘তথাকথিত ফিনিশারদের’ একজন।

[৪] ভারতের গণমাধ্যম স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাতকারে অবশ্য সরাসরি ধোনির নাম নেননি গম্ভীর। একটু ঘুরিয়ে তিনি বলেছেন, তথাকথিত ফিনিশারদের থেকে অনেক বেশি ভালো অবস্থানে রয়েছে ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি।

[৫] তিনি বলেন, ‘(আন্দ্রে) রাসেলকে ফিনিশার বলা হচ্ছে। গত কয়েক বছরে সেরা ফিনিশার হিসেবে খেলছেন বিরাট কোহলি এবং সে তিন নম্বর পজিশনে ব্যাট করেন। তাই কাউকে ‘ফিনিশার’ বললেই সে ফিনিশার হয়ে যায় না। তথাকথিত ফিনিশারের সঙ্গে বিরাট কোহলির রান করার তুলনা করুন।’

[৬] গৌতমের ঘুরিয়ে-পেঁচিয়ে বলা কথার ইঙ্গিতটা অবশ্য বুঝতে দেরি হয়নি সমর্থকদের। সে যে তথাকথিত বলতে ধোনিকেই বুঝিয়েছেন তা ধরতে পেরে গম্ভীরের সমালোচনায় মেতেছে তারা। সাবেক এই ওপেনারকে কেউ সরাসরি ‘হিংসুটে’ বলতেও ছাড়ছেন না। অনেকে বিষয়টিকে দেখছেন ‘নোংরা রাজনীতি’ হিসেবে। অনেকে আবার ওয়াংখেড়েতে শ্রীলংকার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে ধোনির ছক্কা মারার ছবিটাও দিচ্ছেন। - জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়