মাকসুদ রহমান: [২] অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত চার জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়াও নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে কয়েক শতাধিক বাসিন্দা। আগুনের লাগার কারণ এখনো জানা যায়নি। বিবিসি
[৩] স্থানীয় সূত্র জানায় শনিবার সকালে হন্ডুরাসের সামুদ্রিক দ্বীপ গুয়ানাজার হন্ডুরান আইল্যান্ডে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ৯০টি বাসগৃহ পুরোপুরি এবং ১২০টি বাসগৃহ আংশিক ক্ষতিগ্রস্থ হয়। পর্যটন এলাকাটির রিসোর্টগুলোতে কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার আগেই অনেক ঘর বাড়ি আগুনে পুড়ে যায় । আগুন নিয়ন্ত্রণে আনতে এয়ার ফোর্সের ব্যবহার ছিল চোখে পড়ার মতো। ঘর-বাড়ি হারনো নাগরিকদের নিরপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। দ্বীপটির ৬হাজার বাসিন্দার আয়ের প্রধান উৎস পর্যটন ব্যবসা। সম্পাদনা: সাকিবুল আলম