সাইদুল ইসলাম, লন্ডন থেকে: [২] বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রায় ১ কোটি ২০ লাখের বেশি বাংলাদেশি নাগরিকদের নাগরিক অধিকার সংরক্ষণ, সরকারি খরচে প্রবাসীদের লাশ দেশে নেওয়া, দালালদের দৌরাত্ম্য বন্ধ করা, অভিবাসন ব্যায় কমিয়ে আনা, ভোটাধিকার ও সকল প্রকার নাগরিক অধিকার নিশ্চিত করা সহ দশ দফা দাবী ঘোষণা করেছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ। গতকাল বাংলাদেশ সময় রাত ১০টায় এক অনলাইন অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক ভিপি নূরুল হক নূর প্রবাসীদের পক্ষে ১০ দফা দাবি ঘোষণা করেন।
[৩] সারা বিশ্বে প্রবাসীদের প্রতিনিধিত্বকারী অধিকার ভিত্তিক সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর পক্ষ থেকে যে ১০ দফা দাবি ঘোষণা করা হয়েছে, সেগুলো হলো-
১) প্রবাসে মারা যাওয়া সকল বাংলাদেশী নাগরিকদের মৃতদেহ রাষ্ট্রীয় খরচে দেশে নেওয়া
২) প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র ও ভোটাধিকার বাস্তবায়ন,
৩) বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ করা,
৪) প্রবাসীদের দ্বৈত নাগরিকত্ব ও পেনশন সুবিধা,
৫) দালালমুক্ত পাসপোর্ট ও দূতাবাস সেবা নিশ্চিত করা,
৬) প্রবাসী সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা,
৭) জাতীয় বাজেটে প্রবাসীদের জন্য বিশেষ বরাদ্দ রাখা,
৮) বিদেশে কাগজপত্র বিহীন প্রবাসীদের বৈধকরণে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা,
৯) বিদেশে প্রবাসীদের জন্য পর্যাপ্ত বাংলাদেশী দূতাবাস ও শ্রম কল্যাণ উইং বৃদ্ধি করা এবং
১০) অভিবাসন ব্যয় ১ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ ও প্রবাস ফেরতদের কর্মসংস্থান, সুদমুক্ত পর্যাপ্ত ঋণ বৃদ্ধি করা।
[৪] প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাইদুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনলাইন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সভাপতি জার্মান প্রবাসী ইঞ্জিনিয়ার কবির হোসেন, সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী বিপ্লব কুমার পোদ্দার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মালেশিয়া প্রবাসী শাফায়াত হোসাইন, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক কুয়েত প্রবাসী সিফাত নূর, যুগ্ন সাধারণ সম্পাদক ইরাক প্রবাসী সুলতান সরদার, ইতালি প্রবাসী সালাউদ্দিন আকন, মালদ্বীপ প্রবাসী দুলাল মাইজভান্ডারি, লেবানন প্রবাসী আকলিমা আক্তার, কাতার প্রবাসী নূর আলম আকাশ, সৌদি আরব প্রবাসী আল জাবেদ, যুক্তরাজ্য প্রবাসী সাবিকুন নাহার, লিবিয়া প্রবাসী ইসমাইল সিরাজী প্রমুখ।
[৫] আমরা আশা করছি সকল প্রবাসীদের প্রাণের যৌক্তিক ১০ দফা দাবি বাস্তবায়নে সরকার ও রাষ্ট্র জোড়ালো ভূমিকা রাখবে।