সঞ্চয় বিশ্বাস: [২] পুরান ঢাকায় থাকা বানরদের নিয়মিত খাবার দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
[৩] শনিবার বিকেলে রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ সেন রোডের সাধনা ঔষধালয়ের সামনে এ মানববন্ধন করেন তারা।
[৪] মাদকবিরোধী সংগঠন ‘প্রত্যাশা’র উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
[৫] প্রত্যাশার সাধারণ সম্পাদক হেলাল আহমেদ মানববন্ধনে সভাপতির বক্তব্যে বলেন, দক্ষিণ সিটির ৩৮, ৪১ এবং ৪৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্পটে করপোরেশনের উদ্যোগে নিয়মিত প্রায় ১ হাজার ৫০০ টাকার মতো খাবার দেওয়া হতো। করোনার কারণে প্রায় দুই বছর ধরে এ কর্মসূচি বন্ধ।
[৬] এ কারণে অভুক্ত বানরগুলো খাবারের সন্ধানে বিভিন্ন পাড়া-মহল্লায় বাসাবাড়িতে বিরক্ত করছে। কিছু কিছু বানর না খেয়ে অসুস্থ হয়ে মারাও যাচ্ছে। সম্পাদনা : খালিদ আহমেদ