শিরোনাম
◈ ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারদের বিপিএল খেলা নিয়ে এলো নতুন সিদ্ধান্ত ◈ টেলিযোগাযোগ অধ্যাদেশের খসড়া: ফোনে অশোভন বার্তা পাঠালে ২ বছরের দণ্ড ◈ কালকের মধ্যে জুলাই সনদের আদেশ না হলে ১১ নভেম্বর ঢাকায় জনস্রোত হবে: ইসলামি ৮ দলের হুঁশিয়ারি ◈ পুঁজিবাজারে বড় ধাক্কা: একীভূত প্রক্রিয়ায় পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত ◈ আমরা সরকারের চালাকি বুঝি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: ডা. তাহের ◈ বিএনপিতে যোগদান নিয়ে যা জানালেন স্নিগ্ধ ◈ সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিল হাইকোর্ট ◈ সিরীয় বংশোদ্ভূত জোহরান মামদানির স্ত্রী রামা দুয়াজি এখন বিশ্বজুড়ে আলোচনায় ◈ জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক বিভাজন গভীরতর: তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের সময়কালেই মূল অচলাবস্থা ◈ পাঁচ দফা দাবিতে রাজধানীতে জামায়াতসহ আট ইসলামি দলের যমুনা অভিমুখে পদযাত্রা শুরু

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০৮:০২ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০৮:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএনপি এনেছিলো চোরের স্বীকৃতি, শেখ হাসিনা এনেছে ২৬টি পদক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

শাহীন খন্দকার: [২] মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আরও বলেছেন, বিএনপির আমলে দেশ ৪ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি, অন্যদিকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম উজ্জ্বল করেছেন। বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগরে এক সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন। মোজাম্মেল হক বলেন, বিএনপি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল। দেশে তারা কোনো উন্নয়ন করেনি, দেশের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই।

[৩] বিএনপি এতিমের টাকা লুটপাট করেছে, এতিমের টাকা চুরির অপরাধে খালেদা জিয়াকে আদালত সাজা দিয়েছে। আমরা দেশের একটা মানুষকেও গৃহহীন রাখব না, সকল জনসাধারণের খাদ্য, অন্য, বস্ত্র ও বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করব। মন্ত্রী বলেন, ছাত্রলীগ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধু বাংলাদেশ সৃষ্টির সূচনা করেছিলেন। পাকিস্তানের ২০ বছরে বাংলাদেশের কোনো অফিসার সিএসপির পদ পায়নি। আগরতলা ষড়যন্ত্র মামলার মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে নিঃশেষ করে দিতে চেয়েছিল পাকিস্তান। কিন্তু বাংলার দামাল ছেলেরা গণআন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করেছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণা এবং নেতৃত্বেই এ দেশ স্বাধীন হয়েছে।

[৪] জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান প্রমুখ। সমাবেশ শেষে মন্ত্রী মুরাদনগর, বুড়িচং, চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়