মামুন খান : [২] ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত শনিবার এ আদেশ দেয়।
[৩] এর আগে রাজধানীর ভাটারা থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক সোহেল রানা আসামি সাইফুলকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পেতে আবেদন করেন।
[৪] আসামির পক্ষে তুহিন হাওলাদারসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে আদালতে ভাটারা থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রনপ কুমার ভক্ত এর বিরোধিতা করেন।
[৫] উভয়পক্ষের শুনানি শেষে মামলার তদন্তের স্বার্থে সাইফুলকে আদালত দুই দিনের রিমান্ড দেয় বিষয়টি নিশ্চিত করেন রনপ কুমার।
[৬] এর আগে শুক্রবার রাতে রাজধানীর গুলশান থেকে সাইফুলকে গ্রেপ্তার করে সিআইডি। সম্পাদনা: খালিদ আহমেদ