রাশিদুল ইসলাম : [২] ব্রিটেনে গ্যাস ঘাটতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ব্যাপক চাহিদার কারণে। ভয় পেয়ে সবাই গ্যাস সিলিন্ডার কিনে রাখছেন। আরটি
[৩] ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেচ জানান ২ শতাধিক সেনা ও ২শ চালক মোতায়েন করা হচ্ছে জালানি সরবরাহ ঠিক রাখতে।
[৪] তবে ক্রিসমাসের আগ পর্যন্ত পণ্যের চাহিদা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্রিটেনের অর্থমন্ত্রী রিশি সুনাক।
[৫] সংকট মেটাতে ৩শ বিদেশি ট্রাক চালকের ভিসা ইস্যু করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ। সাড়ে ৫ হাজার পলট্রি কর্মীকে অস্থায়ী ভিসা দেওয়া হচ্ছে।
[৬] সেন্ট্রাল লন্ডনে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ২.৬৭ পাউন্ডে।
[৭] টানা ৯ দিনের মত জালানি সংকট ব্রিটেনে আরো কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।