স্পোর্টস ডেস্ক : [২] ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটের একসময়ের অপরিহার্য ব্যাটার ডেভিড ওয়ার্নারের এখন চরম দুঃসময় চলছে। চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের একাদশে জায়গা হারিয়েছেন আগেই।
[৩] চেন্নাইয়ের কাছে হারের পর হায়দরাবাদের প্লে অফ থেকে ছিটকে যাওয়া নিশ্চিত হয়ে গেছে। কিন্তু গত দুই ম্যাচে ওয়ার্নারকে ডাগ আউটে দেখা যাচ্ছে না।
[৩] ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, দলের সঙ্গে মাঠে আসতে ওয়ার্নারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খ্যাতিমান ক্রীড়া সাংবাদিক বোরিয়া মজুমদারও এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হায়দরাবাদকে অসংখ্য সাফল্যের স্বাদ এনে দেওয়া ওয়ার্নারের সঙ্গে এমন ব্যবহারে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। - জি নিউজ / ক্রিকবাজ