শিরোনাম
◈ গণভোট নিয়ে প্রচার নেই, উদ্বিগ্ন সরকার ◈ মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এখন দূর্গন্ধ ছড়াচ্ছে: শশী থারুর ◈ মিরপুর রোডে গ্যাসের ভালভ ফেটে গেছে, রাজধানীর একাংশে মারাত্মক গ্যাস সংকট ◈ আমাকে কাজ শেখাতে আসবেন না, ইংল‌্যান্ড ক্রিকেট বোর্ডকে কোচ ম‌্যাক কালা‌মের হু‌শিয়ারী ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০২:২১ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেপ্টেম্বর মাসে ১০৭ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ বিজিবি

সুজন কৈরী: [২] দেশের সীমান্তসহ অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে সেপ্টেম্বর মাসে ১০৬ কোটি ৯৮ লাখ ৩৮ হাজার টাকার চোরাচালান পণ্য সামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

[৩] শনিবার (২ সেপ্টেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ মাদকের মধ্যে রয়েছে ২০ লাখ ৩ হাজার ৭৮৭পিস ইয়াবা, ২ কেজি ৯৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২২ হাজার ৩৬৮ বোতল ফেন্সিডিল, ১৫ হাজার ৬৮৪ বোতল বিদেশি মদ, ২ হাজার ৯৩৮ক্যান বিয়ার, ১ হাজার ৫৬৫ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ৯ কেজি ১৫৫ গ্রাম হেরোইন, ১৩ হাজার ৯৯টি ইঞ্জেকশন, ৭ হাজার ৪৯৭টি ইস্কাফ সিরাপ, ১২৫ বোতল এমকেডিল ও কফিডিল, ৪৯ হাজার ৬৭৫টি এ্যানেগ্রা, সেনেগ্রা ট্যাবলেট এবং ১ লাখ ৭৫ হাজার ১০২টি অন্যান্য ট্যাবলেট।

[৪] জব্দ অন্যান চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৬ কেজি ৬৮ গ্রাম স্বর্ণ, ৫৩ কেজি ৬০০ গ্রাম রূপা, ১ লাখ ১৮ হাজার ২০৫টি কসমেটিক্স সামগ্রী, ৪ হাজার ৮৪২টি শাড়ী, ২ হাজার ৩৩৫টি থ্রিপিস ও শার্টপিস, ৪১০ মিটার থান কাপড়, ১১২টি তৈরি পোশাক, ৩ হাজার ৩৭৮ ঘনফুট কাঠ, ১০ হাজার ৮২৬ কেজি চা পাতা, ২৬ হাজার ৫০ কেজি কয়লা, ৫টি ট্রাক ও কাভার্ডভ্যান, ১০টি প্রাইভেটকার ও মাইক্রোবাস, ৮টি পিকআপ, ৬০টি সিএনজি ও ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৭০টি মোটর সাইকেল।

[৫] বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানকালে ৩টি পিস্তল, ৫টি বিভিন্ন প্রকার গান, ৫টি ম্যাগাজিন এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এছাড়া সীমান্ত এলাকায় ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩৪৫ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২২১ জন বাংলাদেশি নাগরিক ও ৯ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়