শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০২:২১ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেপ্টেম্বর মাসে ১০৭ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ বিজিবি

সুজন কৈরী: [২] দেশের সীমান্তসহ অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে সেপ্টেম্বর মাসে ১০৬ কোটি ৯৮ লাখ ৩৮ হাজার টাকার চোরাচালান পণ্য সামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

[৩] শনিবার (২ সেপ্টেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ মাদকের মধ্যে রয়েছে ২০ লাখ ৩ হাজার ৭৮৭পিস ইয়াবা, ২ কেজি ৯৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২২ হাজার ৩৬৮ বোতল ফেন্সিডিল, ১৫ হাজার ৬৮৪ বোতল বিদেশি মদ, ২ হাজার ৯৩৮ক্যান বিয়ার, ১ হাজার ৫৬৫ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ৯ কেজি ১৫৫ গ্রাম হেরোইন, ১৩ হাজার ৯৯টি ইঞ্জেকশন, ৭ হাজার ৪৯৭টি ইস্কাফ সিরাপ, ১২৫ বোতল এমকেডিল ও কফিডিল, ৪৯ হাজার ৬৭৫টি এ্যানেগ্রা, সেনেগ্রা ট্যাবলেট এবং ১ লাখ ৭৫ হাজার ১০২টি অন্যান্য ট্যাবলেট।

[৪] জব্দ অন্যান চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৬ কেজি ৬৮ গ্রাম স্বর্ণ, ৫৩ কেজি ৬০০ গ্রাম রূপা, ১ লাখ ১৮ হাজার ২০৫টি কসমেটিক্স সামগ্রী, ৪ হাজার ৮৪২টি শাড়ী, ২ হাজার ৩৩৫টি থ্রিপিস ও শার্টপিস, ৪১০ মিটার থান কাপড়, ১১২টি তৈরি পোশাক, ৩ হাজার ৩৭৮ ঘনফুট কাঠ, ১০ হাজার ৮২৬ কেজি চা পাতা, ২৬ হাজার ৫০ কেজি কয়লা, ৫টি ট্রাক ও কাভার্ডভ্যান, ১০টি প্রাইভেটকার ও মাইক্রোবাস, ৮টি পিকআপ, ৬০টি সিএনজি ও ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৭০টি মোটর সাইকেল।

[৫] বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানকালে ৩টি পিস্তল, ৫টি বিভিন্ন প্রকার গান, ৫টি ম্যাগাজিন এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এছাড়া সীমান্ত এলাকায় ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩৪৫ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২২১ জন বাংলাদেশি নাগরিক ও ৯ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়