মাজহারুল ইসলাম : [২] বন্দরের ৯ নম্বর জেটিতে শনিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এগুলো নিয়ে আসে থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজ 'এমভি এসপিএম ব্যাংকক'।
[৩] মোংলা বন্দর হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, ১৪ সেপ্টেম্বর জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা এই জাহাজে ৩২টি প্যাকেজের সরঞ্জামও এসেছে। সকাল থেকে শুরু করে সন্ধ্যা নাগাদ পুরোপুরি খালাস শেষ হবে বলে জানান তিনি।
[৪] ওই জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ এর খুলনাস্থ ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, আগামী মাসে মেট্রোরেলের বগি নিয়ে আরও একটি চালান আসার কথা রয়েছে। সব মিলে ২০২২ সালের মধ্যে ১০২টি মেট্রোরেলের বগি ও ইঞ্জিন আসবে। এরআগে চারটি বিদেশি জাহাজে ৩৪টি মেট্রোরেলের বগি মোংলা বন্দরে এসে পৌঁছায়।