ভূঁইয়া আশিক রহমান : [২] [৩] নূরদের নতুন দলের নাম এখনো চূড়ান্ত হয়নি। দুই সপ্তাহের মধ্যে নুরুল হক নূরদের নতুন দল ঘোষণা।
[৩] নতুন দলের গঠনতন্ত্রের মূল কথা ‘মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া’। [৪] নতুন দলে যোগ দেওয়ার বিষয়ে সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া বলেন, নূররা নির্বাচনমুখীÑ এটা আমার সঙ্গে মিলে। [৫] নতুন দলের নেতাকর্মীরাই ঠিক করবেন কোন জায়গায় সবচেয়ে ভালো করবো।
[৬] গণফোরামের প্রতি আকর্ষণ ছিলো ড. কামাল হোসেন। তিনি খুব বেশি সক্রিয় রাজনীতি করছেন না। গণফোরাম নির্বাচনমুখী দল নয়Ñ তা আগে বুঝিনি। [৭] একাত্তরের জনপ্রিয় দল আওয়ামী লীগ, এখন ভোট চোর হিসেবে ঘৃণিত। খুব খারাপ লাগে। [৯] আওয়ামী লীগ এখন জনগণ ও গণতান্ত্রিক প্রতিযোগিতায় দাঁড়াতে রীতিমতো ভয়ে কাঁপে।