শিরোনাম
◈ মানুষে সংক্রমণ সক্ষম হলে করোনার চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু: বিজ্ঞানীদের সতর্কবার্তা ◈ খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’, দেশবাসীর দোয়া চাইলেন ফখরুল (ভিডিও) ◈ ভিন্ন মতকে শত্রু দেখার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান মির্জা ফখরুলের ◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ০৯:৫১ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ০৯:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে দোকান ঘরের বাকি ভাড়া চাওয়ায় দুই ভাইকে মারপিটের অভিযোগে মামলা

জাহিদুল কবীর: [২] কোন নোটিশ ছাড়াই দোকানঘর ছেড়ে দেয়া ও ভাড়ার বাকি টাকা চাইতে গেলে মারপিটের অভিযোগে দুই ভায়ের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে।

[৩] আসামিদ্বয় হলো, বারান্দীপাড়া অম্বিকা বসু লেনের মৃত রফিকুল ইসলামের দুই ছেলে সাইফুল ইসলাম রনি (৩০) এবং অনিক ইসলাম (১৯)।

[৪] যশোরের ঢাকারোড তালতলা এলাকার রেজওয়ানুর রব সিদ্দিকী শুক্রবার ০১ অক্টোবর দায়েরকৃত এজাহারে উল্লেখ করেছেন, তার বাড়ি সংলগ্ন কয়েকটি দোকান আছে। তাদের মধ্যে একটি দোকান এক বছর আগে ভাড়া নিয়ে আসামিদ্বয় ব্যবসা করে আসছে। সম্প্রতি কোন নোটিশ ছাড়াই আসামিরা দোকানঘর ছেড়ে দিয়ে জামানতের এক লাখ টাকা ফেরৎ চায়।

[৫] তিনি তিনমাসের দোকানঘর ভাড়া বাবদ সাড়ে ১৬ হাজার টাকা দাবি করলে আসামিদ্বয় ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৯টার দিকে আসামিদ্বয়সহ অজ্ঞাত আরো ৮/১০ জন তার বাড়ির সামনে যায়। এ সময় লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে তাকে মারপিট করে। সে সময় ছোট ভাই ইকরামুল রব সিদ্দিকী (৩৩) এগিয়ে আসলে তাকেও মারপিটে জখম করা হয়। এ সময় রেজওয়ানুরের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে তিনি ও তার ভাই যশোর জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়