শিরোনাম
◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ০৯:৫১ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ০৯:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে দোকান ঘরের বাকি ভাড়া চাওয়ায় দুই ভাইকে মারপিটের অভিযোগে মামলা

জাহিদুল কবীর: [২] কোন নোটিশ ছাড়াই দোকানঘর ছেড়ে দেয়া ও ভাড়ার বাকি টাকা চাইতে গেলে মারপিটের অভিযোগে দুই ভায়ের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে।

[৩] আসামিদ্বয় হলো, বারান্দীপাড়া অম্বিকা বসু লেনের মৃত রফিকুল ইসলামের দুই ছেলে সাইফুল ইসলাম রনি (৩০) এবং অনিক ইসলাম (১৯)।

[৪] যশোরের ঢাকারোড তালতলা এলাকার রেজওয়ানুর রব সিদ্দিকী শুক্রবার ০১ অক্টোবর দায়েরকৃত এজাহারে উল্লেখ করেছেন, তার বাড়ি সংলগ্ন কয়েকটি দোকান আছে। তাদের মধ্যে একটি দোকান এক বছর আগে ভাড়া নিয়ে আসামিদ্বয় ব্যবসা করে আসছে। সম্প্রতি কোন নোটিশ ছাড়াই আসামিরা দোকানঘর ছেড়ে দিয়ে জামানতের এক লাখ টাকা ফেরৎ চায়।

[৫] তিনি তিনমাসের দোকানঘর ভাড়া বাবদ সাড়ে ১৬ হাজার টাকা দাবি করলে আসামিদ্বয় ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৯টার দিকে আসামিদ্বয়সহ অজ্ঞাত আরো ৮/১০ জন তার বাড়ির সামনে যায়। এ সময় লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে তাকে মারপিট করে। সে সময় ছোট ভাই ইকরামুল রব সিদ্দিকী (৩৩) এগিয়ে আসলে তাকেও মারপিটে জখম করা হয়। এ সময় রেজওয়ানুরের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে তিনি ও তার ভাই যশোর জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়