মাকসুদ রহমান:[২] দেড় বছর বন্ধ থাকার পর পর্যটকদের জন্য সীমান্ত উন্মুক্ত করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। আসছে নভেম্বর থেকে ভ্যাকসিনের ডোজ পূর্ণ করা পর্যটকরা অস্ট্রেলিয়া ভ্রমণের জন্য আবেদন করতে পারবেন। বিবিসি
[৩] ৮০ ভাগ অথবা তার চেয়ে বেশি মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছে এমন শহরগুলো বিদেশীদের জন্য উন্মুক্ত করবে অস্ট্রেলিয়া। হোটেল কোয়ারেন্টাইন ১৪ দিন থেকে কমিয়ে সাত দিন করা হবে।
[৪]কোভিড ছড়িয়ে পড়ায় এত দিন দেশটিতে বাইরে থেকে নাগরিকরা প্রবেশ করতে পারত। দেশের নাগরিকরা বাহিরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। দেশটির এই নিয়মকে কোভিড দমনে প্রশংসনীয় উদ্দ্যোগ বললেও, কিছু মানুষের দাবি দেশটির এই সুরক্ষা নীতি পরিবারগুলোকে বিচ্ছিন্ন করেছে। সম্পাদনা: সাকিবুল আলম