শিরোনাম
◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান ◈ নরসিংদী কেন ভূমিকম্পের কেন্দ্র? ◈ ১০০ বছর বড় কম্পন নেই—আজকের ভূমিকম্প বড় বিপদের ইঙ্গিত, বলছেন বিশেষজ্ঞরা ◈ বাংলাদেশ ম্যাচের আগে জার্মানিকে উড়িয়ে দিলো থাইল্যান্ড  ◈ আয়ারল‌্যান্ডের বিরু‌দ্ধে বিশাল লিড নেওয়ার পথে বাংলাদেশ  ◈ ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েন স্থগিত করলেন বিচারক ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ ◈ বেনাপোল সীমান্তে বিপুল পরিমানে বৈদেশিক মুদ্রাসহ ভারত ফেরত যাত্রী আটক

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ০৫:০৬ বিকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ০৫:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সীমান্ত খুলে দেয় বিএসএফ, তাণ্ডব চালায় হাতির পাল, ৫০ একর জমির ধান নষ্ট

আল আমিন: [২] সন্ধ্যা নামতেই হালুয়াঘাট সীমান্তবর্তী এলাকার জামগড়া মহিষলেটি, ধোপাঝুড়ি, কোচপাড়া, রঙ্গমপাড়া এবং কড়ইতলী এলাকায় চলে হাতির তাণ্ডব।

[৩] স্থানীয় কৃষি বিভাগের দাবি, পাহাড়ি বন্যহাতির তাণ্ডবে উপজেলার সীমান্তবর্তী ভূবনকুড়া ইউনিয়েনের কয়েকটি গ্রামে ৩২ জন কৃষকের প্রায় ৪০ একর জমির ফসল নষ্ট হয়েছে। তবে বাস্তবে এ ক্ষতির পরিমাণ আরও বেশি হবে বলে জানিয়েছে পাহাড়ি কৃষকরা।

[৪] ক্ষতিগ্রস্ত কৃষকরা জানায়, যে জমি থেকে তাদের সারা বছরের খাদ্য চাহিদা পূরণ হয়, এ বছর সেই জমির ধান সব নষ্ট করে দিয়েছে হাতির পাল। এখন তারা কিভাবে বছর পার করবে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে।

[৫] উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, অন্তত ৪০ একর জমির ফসল নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

[৬] হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, প্রতি বছরের চাইতে এ বছর হাতির অত্যাচার বেশি। ভারতীয় সীমান্তবর্তী এলাকায় হাতি বেশি তাণ্ডব চালালে বিএসএফ রাতে সিমান্ত গেইট খুলে দেয়। এতে বাংলাদেশে সিমান্তের কিছুটা এলাকায় কাঁটাতারের বেড়া না থাকায় অবাধে হাতির পাল নেমে এসে কৃষকের ফসল নষ্ট।

[৭] তিনি বলেন, হাতি তাড়াতে প্রয়োজনীয় টর্চলাইট, লাঠি, মশাল, পটকা ও বাঁশি দেয়া হয়েছে। এগুলো নিয়ে রাত জেগে কৃষকরা পাহাড়া দেয় এবং মশাল জালিয়ে, পটকা ফুটিয়ে, বাশি বাজিয়ে হাতি রাতভর হাতি তাড়ায়।

[৯] এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. সুরুজ মিয়া বলেন, হাতি তাড়াতে গ্রাামে টিম করে দেয়া হয়েছে। তবে একটি স্থায়ী সমাধান প্রয়োজন, যাতে কৃষকরা আর ক্ষতির মুখে না পড়ে। সম্পাদনা : খালিদ আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়