সালেহ্ বিপ্লব: [২েএকে নিছক দৈবসংযোগ বলে মেনে নিতে পারছেন না পর্যবেক্ষকরা। পপুলার মেকানিকস ডটকম
[৩] গত আগস্টে একটি চাইনিজ টাইপ ৯৯-এ মেইল ব্যাটল ট্যাংক দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে। আরকানসাসের একটি হাইওয়েতে ট্রাক্টরের পেছনে বাধা ট্যাংকটির ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
[৪] এক মাস পরেই চীনের একটি সমরাস্ত্র প্রদর্শনীতে আমেরিকার এম১এ২ ট্যাংকের অনুরূপ একটি ট্যাংক দেখা যায়।
[৫] মনে করা হচ্ছিলো, দুটোই প্রশিক্ষণ ট্যাংক, যেগুলোর মাধ্যমে মার্কিন ও চীনা সৈন্যরা এই ধরনের ট্যাংকের সঙ্গে পরিচিত হচ্ছে।
[৬] কিন্তু দুই দেশ একে অপরকে ট্যাংকের ডিজাইন দিচ্ছে, সম্পর্কের প্রেক্ষাপটে এ কথা ভাবাই যায় না। সম্পাদনা: