শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ০১:২৭ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ে বাড়ির খাওয়া শেষে প্রথমেই যে কাজটি আমরা করি...

ইফতেখায়রুল ইসলাম : সবচেয়ে শ্রেষ্ঠ যে পাচক তাঁর রান্নাও কখনো কখনো মন মতো হয় না! একই স্বাদেরও হয় না! বিয়ে বাড়ির খাওয়া শেষে প্রথমেই যে কাজটি আমরা করি, আহা রোস্ট একদমই মজার হয়নি! রেজালায় তেল বেশি হয়েছে! আরে ঘ্রাণ দিয়ে ভাসিয়ে দিয়েছে যেন খেতে না পারি! দাঁত থেকে মাংসের আঁটকে থাকা খণ্ডিতাংশ বের করতে করতেই আমরা এভাবে বদনাম গেয়ে বেড়াই! এই সৃষ্টিশীল চর্চা যতটা সুন্দর করে আমরা করে যাই, তা আর অন্য কোনো দেশের অধিবাসীগণ এত শৈল্পিকতার মিশেলে করতে পারেন কিনা তা আমার জানা নেই!

চারিপাশে সমালোচনা! কাজের প্রতিক্রিয়া দেখে আমরা ক্রিয়া নির্ধারণ করে ফেলি, কি দুর্ভাগা আমরা হায়! সঠিকতার নির্ধারণ সকলে যার যার অবস্থান থেকে করে ফেলেন! এই স্ট্যান্ডার্ড সেট করার মত স্ট্যান্ডার্ড কারো আছে কিনা, সেদিকে ভ্রূক্ষেপই নেই কারো! এভাবেই এগিয়ে চলছে..! যে যার বিষয়ে দক্ষ তাঁর চেয়েও বেশি জানেন পাশে দাঁড়িয়ে থাকা অন্য বিষয়ের বিশেষজ্ঞ! সেটা আবার যেহেতু সবাই মিলে গেলবার সংস্কৃতি তৈরি হয়েই গেছে, তাই সর্বাধিকের কাছে তাহা সঠিকই ঠেকে।

শেষ প্রহরে এসে আমাদের কারো কারো স্মরণে আসে, আহা কি করিলাম! আহা উহা তো ঠিক হয় নাই! এই আহা, উহু শেষ প্রহরে না করে প্রথম থেকেই সচেতনতা অবলম্বন করলে, জীবন অনেক সুন্দর ও মসৃণ হতে পারে! অবশ্য কারো কারো সেই উপলব্ধিও আসে না, মস্তিষ্কের যথার্থ ব্যবহার নেই কিনা!
পাচককে তাঁর নিজের কাজ বুঝতে দিন, পাচকের কদাচিৎ খামতি পাচকের একার নয়! পরিবেশ ও অন্যান্য মসলার মত প্রভাবকও এতে জোরালো ভূমিকা পালন করে, সেটি বুঝতে পারলে ভাল! না পারলে আপনার চর্চা অব্যাহত রাখুন। আপনার আগামী প্রজন্ম একই শিক্ষায় শিক্ষিত হোক, সেটি আপনার চাওয়া হলে অন্য কারো তো সুযোগ নেই তা আটকানোর!

(এই এলোমেলো কথনের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনার মিল খুঁজবেন না যেন!)

(ফেসবুক থেকে সংগৃহীত)
লেখক : এডিসি, মিডিয়া অ্যান্ড পিআর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়