শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ১০:০৭ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ১০:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বৈদ্যুতিক শর্টসার্কিট বসতবাড়ীতে আগুন সর্বস্ব পুড়ে ছাই

আরিফ উদ্দিন: [২] গাইবান্ধার পলাশবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিট অগ্নিকান্ডে একটি বসতবাড়ীর ৩টি গরুসহ সর্বস্ব পুড়ে ছাই। তবে অক্ষত রয়েছে পবিত্র কোরআন শরীফ। অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোররাতে হোসেনপুর গ্রামে।

[৩] ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার হোসেনপুর ইউপির হোসেনপুর গ্রামের করতোয়া পাড়ার মিজানুর রহমান বুধবার রাতে রাতের খাবার শেষে স্ত্রী-সন্তানসহ ঘুমিয়ে পড়ে। এদিকে রাত শেষে ভোররাতে দাউদাউ জ্বলন্ত আগুনের লেলিহান শিখা দেখে মিজান পরিবারটি হতবাক হয়ে যান। কিংকর্তব্যবিমূঢ় গৃহকর্তা মিজান পরিবারের আত্মচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভানোর আপ্রাণ চেষ্টা করে।

[৪] খবর পেয়ে সাথে যোগদেন পার্শ্ববর্তী দিনাজপুরের ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনের একটি টীম। কিন্তু ততক্ষণে ইটের ওয়ালআপ পুড়ো বাড়ীটির সবই ভস্মিভূত হয়। এসময় পবিত্র কোরআন শরীফ অক্ষত থাকলেও আড়াই লাখ টাকা মূল্যের গোয়ালঘরে থাকা ৩ গরু জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু ঘটে। এছাড়া নগদ ২৬ হাজার টাকাসহ ধান-চাল, মূল্যবান দলিল, আসবাবপত্র, পরিধেয় ও অন্যান্য পোষাক-পরিচ্ছদসহ সর্বস্ব পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতিসাধন হয়।

[৫] খবর পেয়ে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন টিটু ঘটনাস্থলে যান। তিনি পরিবারটিকে সহায়তা হিসেবে প্রাথমিক ভাবে নগদ ৫ হাজার টাকা ও ২ বস্তা চালসহ অন্যান্য সামগ্রী প্রদান করেছেন।

[৬] এদিকে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন ক্ষতিগ্রস্থ পরিবারটিকে প্রাথমিকভাবে সম্ভাব্য সবধরনের সহায়তাদানসহ সার্বিক দেখভালের বিষয়টি ইউপি চেয়ারম্যানকে অবগত করেছেন বলে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়