শিরোনাম
◈ এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি ◈ সিম বদল, বাসা বদল, চেহারা পরিবর্তন: আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে বিদেশিদের ভিসা প্রদানে বিশেষ নির্দেশনা জারি ◈ মানিকগঞ্জে হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, কারাগারে ২ আনসার সদস্য (ভিডিও) ◈ মৃত্যুদণ্ডাদেশের রায়ে ট্রাইব্যুনাল: শেখ হাসিনা খুব সহজেই আন্দোলনের অবসান ঘটাতে পারতেন  ◈ পুলিশকে কুপিয়ে আসামি ছিনিয়ে নিল হামলাকারীরা, আহত ৫ পুলিশ সদস্য ◈ রিকশা–ভ্যান–অটোচালকদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান ◈ ‘সহায়তা আসছে, বিক্ষোভ চালিয়ে যান,’ ইরানিদের উদ্দেশ্যে বললেন ট্রাম্প ◈ নির্বাচন ও গুম তদন্ত ইস্যুতে জাতিসংঘের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা, চাইলেন সহায়তা ◈ বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ১০:০৭ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ১০:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বৈদ্যুতিক শর্টসার্কিট বসতবাড়ীতে আগুন সর্বস্ব পুড়ে ছাই

আরিফ উদ্দিন: [২] গাইবান্ধার পলাশবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিট অগ্নিকান্ডে একটি বসতবাড়ীর ৩টি গরুসহ সর্বস্ব পুড়ে ছাই। তবে অক্ষত রয়েছে পবিত্র কোরআন শরীফ। অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোররাতে হোসেনপুর গ্রামে।

[৩] ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার হোসেনপুর ইউপির হোসেনপুর গ্রামের করতোয়া পাড়ার মিজানুর রহমান বুধবার রাতে রাতের খাবার শেষে স্ত্রী-সন্তানসহ ঘুমিয়ে পড়ে। এদিকে রাত শেষে ভোররাতে দাউদাউ জ্বলন্ত আগুনের লেলিহান শিখা দেখে মিজান পরিবারটি হতবাক হয়ে যান। কিংকর্তব্যবিমূঢ় গৃহকর্তা মিজান পরিবারের আত্মচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভানোর আপ্রাণ চেষ্টা করে।

[৪] খবর পেয়ে সাথে যোগদেন পার্শ্ববর্তী দিনাজপুরের ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনের একটি টীম। কিন্তু ততক্ষণে ইটের ওয়ালআপ পুড়ো বাড়ীটির সবই ভস্মিভূত হয়। এসময় পবিত্র কোরআন শরীফ অক্ষত থাকলেও আড়াই লাখ টাকা মূল্যের গোয়ালঘরে থাকা ৩ গরু জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু ঘটে। এছাড়া নগদ ২৬ হাজার টাকাসহ ধান-চাল, মূল্যবান দলিল, আসবাবপত্র, পরিধেয় ও অন্যান্য পোষাক-পরিচ্ছদসহ সর্বস্ব পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতিসাধন হয়।

[৫] খবর পেয়ে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন টিটু ঘটনাস্থলে যান। তিনি পরিবারটিকে সহায়তা হিসেবে প্রাথমিক ভাবে নগদ ৫ হাজার টাকা ও ২ বস্তা চালসহ অন্যান্য সামগ্রী প্রদান করেছেন।

[৬] এদিকে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন ক্ষতিগ্রস্থ পরিবারটিকে প্রাথমিকভাবে সম্ভাব্য সবধরনের সহায়তাদানসহ সার্বিক দেখভালের বিষয়টি ইউপি চেয়ারম্যানকে অবগত করেছেন বলে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়