মাসুদ আলম: [২] বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন বলেন, আশুলিয়ায় ১৯টি স্বর্ণের দোকানে ডাকাতির সঙ্গে জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। তার মধ্যে ১০ জনের মত আশুলিয়ায় ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ডাকাত দলটির একটি গ্রুপই রাজধানীর রাপা প্লাজায় ডাকাতি করেছিল। ডাকাত দলটির নেতৃত্বে ছিলেন সোহরাব হাওলাদার। বুধবার হাজারিবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
[৩] তিনি আরও বলেন, সোহরাব দলের অন্যদের কাছে মাস্টার হিসেবে পরিচিত। ডাকাত দলটির কাছ থেকে একটি স্পিডবোটও উদ্ধার করা হয়। এটি ব্যবহার করে ডাকাতি শেষে নৌপথে দ্রুত পালিয়ে যেতো তারা।
[৪] গ্রেপ্তারদের দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকা থেকে লুট হওয়া স্বর্ণালঙ্কার ও স্বর্ণ গলিয়ে তৈরি করা পাত উদ্ধার করা হয়। পুরান ঢাকার তাঁতী বাজার এলাকার একটি চক্র এসব স্বর্ণালঙ্কার সংগ্রহ করে পাত বানিয়ে বিক্রি করে। ঢাকার তাঁতীবাজারের অন্তত পাঁচটি দোকান রয়েছে যারা ডাকাতির স্বর্ণ কিনে থাকে বলে তথ্য পেয়েছে সিআইডি। এসব দোকানের নাম হচ্ছে, কালাম বুলিয়ান স্টোর, নিউ খাজা জুয়েলার্স, মুরসালিন জুয়েলার্স, সুমন বুলিং স্টোর ও রাজিয়া বুলিয়েন স্টোর।