স্পোর্টস ডেস্ক: [২] এর আগে ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়েছিল ইউলিয়ান নাগলসমানের শিষ্যরা।
[৩] ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় এদিন ম্যাচের ১২ ও ২৭ মিনিটে জোড়া গোল পূরণ করেন পোলিশ তারকা লেভান্ডভস্কি। এছাড়া একটি করে গোল করেন লেরয় সানে, এরিক মাক্সিম চুপো, মোতিং ও সার্জ নাব্রি।
[৪] বায়ার্ন ৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বেনফিকা। তাদের বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করা দিনামোর পয়েন্ট ১। কোনো পয়েন্ট না পাওয়া বার্সা তলানিতে। গোল ডট কম