শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০১:৫৪ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভবিষ্যতে বিশ্বকাপ জিতবে আফগানিস্তান: রশিদ খান

স্পোর্টস ডেস্ক : [২] যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানের বিশ্ব আসরে অংশ নেওয়াটাই অনেক বড় ব্যাপার। তবে সুযোগ সুবিধার অভাব কিংবা দেশের অভ্যন্তরীণ সমস্যাকে ছাপিয়ে বিগত বছরগুলোতে বাইশ গজের লড়াইয়ে নিজেদের সাম্যর্থের জানান দিয়ে অল্প সময়ের মধ্যে সমীহ জাগানো দলে পরিণত হয়েছে আফগানিস্তান, বিশেষত টি-টোয়েন্টি ক্রিকেটে।নিয়মিত বিশ্বকাপে অংশগ্রহণ, আফগান ক্রিকেটারদের বিশ্বজুড়ে ফ্যাঞ্জাইজি ক্রিকেটে দাপিয়ে বেড়ানো এবং টেস্ট স্ট্যাটাস অর্জন ১০ বছরের ক্রিকেট যাত্রায় অনেক কিছু অর্জন করেছে আফগানিস্তান, মনে করেন দেশটির সবচেয়ে বড় তারকা রশিদ খান।

[৩] বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো দলগুলোকে পিছনে ফেলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ সরাসরি সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে আফগানিস্তান। রশিদ খানের বিশ্বাস সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রেখে একদিন শিরোপা জয়ের শ্রেষ্ঠত্ব অর্জন করবেন তারা।

[৪] আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আফগান তারকা বলেন, দল হিসেবে গত ১০ বছরে আমরা অনেক কিছু অর্জন করেছি। আমরা যেখান থেকে উঠে এসেছি, সেখানে আমাদের ছিল না তেমন কোনো সুবিধা। এমন জায়গা থেকে উঠে এসেই আমরা অনেকগুলো বিশ্বকাপ খেলছি। সব দলেরই স্বপ্ন থাকে টেস্ট দল হিসেবে স্বীকৃতি পাওয়া এবং আমরা সেটিও অর্জন করেছি, টেস্টও খেলছি। আমরা অনেক কিছু অর্জন করেছি।

[৫] নিজেদের দক্ষতা এবং সামর্থ্যের উপর পূর্ণ আস্থা রাখা রশিদ খান বিশ্বাস করেন, অদূর ভবিষ্যতে নিজেদের বিশ্বকাপ জেতার স্বপ্ন এবং লক্ষ্য অর্জন করবেন তারা, বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

[৬] আত্মবিশ্বাসী আফগান লেগ-স্পিনার এ প্রসঙ্গে বলেন, আমরা লক্ষ্য ঠিক করেছিলাম যে, ভবিষ্যতে আমাদের একদিন বিশ্বকাপ জেতার সামর্থ্য হবে , বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দেশে থাকা সবার মনোযোগ সেই বিশ্বকাপকে ঘিরেই।

[৭] এটাই সবার স্বপ্ন, আমাদের প্রতিটা ক্রিকেটারের লক্ষ্য। আমাদের সেই লক্ষ্য অর্জনের সামর্থ্য আছে এখন। নিজেদের ওপর এবং নিজেদের দক্ষতার ওপর বিশ্বাস আছে আমাদের। আমি সুনিশ্চিত, ভবিষ্যতে আমরা সেই লক্ষ্যও অর্জন করতে যাচ্ছি।

[৮] প্রসঙ্গত আগামী ২৫ অক্টোবর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় বাছাইপর্ব থেকে উঠে আসা ‘গ্রুপ বি’ এর চ্যাম্পিয়ন দলের সাথে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে রশিদ খানদের আফগানিস্তান। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়