সাকিবুল আলম:[২] জম্মু-কাশ্মিরে ৩ হাজার ৬১২ কোটি রুপির চারটি জাতীয় হাইওয়ে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ ঘোষণা দেন জম্মু-কাশ্মিরের লেফটেন্যান্ট গর্ভনর মনোজ সিনহা। হিন্দুস্তান টাইমস
[৩] এ প্রকল্পগুলোর মধ্যে শ্রিনগর রিং রোড প্রকল্পও অন্তর্ভুক্ত।
[৪] মনোজ সিনহা এর আগে ঘোষণা দিয়েছিলেন, আগামী বছরের শেষ নাগাদ কাশ্মিরকে কন্যাকুমারির সঙ্গে রেলের মাধ্যমে সংযুক্ত করা হবে।
[৫] স্থানীয় সময় সোমবার বিকেলের এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও হাইওয়ে ইউনিয়নমন্ত্রী নিতিন গাধকারি।
[৬] লেফটেন্যান্ট জেনারেল সিনহা আরো জানিয়েছে, শুধু মাত্র এ বছরই জম্মু-কাশ্মিরে ১১টি টানেল প্রকল্প সরকারিঅনুমোদন পেয়েছে।