সাকিবুল আলম: [২] স্থানীয় সময় মঙ্গলবার ইকুয়েডরের জাতীয় কারা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির গুয়ায়েকিলের একটি কারাগারে গ্রেনেড ও বন্দুকযুদ্ধের ঘটনায় ২৪ জন নিহত ও ৪২ জন আহত হয়েছে। আল জাজিরা
[৩] দেশটির প্রেসিডেন্ট গুইলারমো লাসা একটি টুইটবার্তায় জানিয়েছে, কারাগারের পরিস্থিতি এখন স্বাভাবিক অবস্থায় ফিরেছে। মেক্সিকোর মাদক চক্রের সঙ্গে সম্পর্ক থাকার কারণে ইকুয়েডরের কারাগারগুলোতে বিবাদমান গ্রুপগুলোর মধ্যে প্রায়শই সংঘাতের ঘটনা ঘটে থাকে।
[৪] দেশটির মানবাধিকার সংস্থা জানিয়েছে, ২০২০ সালেই ইকুয়েডরের বিভিন্ন কারাগারে দাঙ্গায় ১০৩ জন নিহত হয়েছে। এ বছরের জুলাইয়ে দুইটি কারাগারে দাঙ্গার ঘটনায় ২৭ জন কারাবন্দীর মৃত্যু হয়েছে। এরপরই জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয় ইকুয়েডর সরকার। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।