শিরোনাম
◈ নতুন নির্বাচনী আচরণবিধি জারি: পরিবেশ রক্ষা ও ব্যয় নিয়ন্ত্রণে কঠোর শর্ত ◈ প্রবাসীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হয়, প্রশ্ন ইসি সানাউল্লাহর ◈ দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত? ◈ হঠাৎ যেভাবে ধানমন্ডির ভোটার হলেন আসিফ মাহমুদ ◈ নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি ◈ জুলাই সনদ ও গণভোটের সমাধান কোন পথে? ◈ ড.ইউনুসের গ্রামীণ নামে যা যা বানাইছেন সবকিছুর বিপদ আছে: কাদের সিদ্দিকী ◈ একাদশ গ্রেডে বেতনের আশ্বাস, আন্দোলন স্থগিত প্রাথমিক শিক্ষকদের ◈ ফুটবল ফেডা‌রেশন বিসিবির কাছে প‌রিচালক আসিফের বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে  ◈ বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মি‌নি‌টেই শেষ

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪৮ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঘারপাড়ায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০

আজিজুল ইসলাম: [২] বাঘারপাড়ার জাদিয়ায় বসুন্দিয়া-ধল্গ্রাম সড়কে যাত্রীবাহী বাসের মুখমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরোও কমপক্ষে ২০ জন। তাদের মধ্যে গুরুতর আহত ৫ জন।

[৩] বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে বাঘারপারা উপজেলার জামদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

[৪] নিহত বাস চালক মনির হোসেন ( ৫০ )। তিনি নড়াইলের বড়দিয়া মহিরণ গ্রামের বাসিন্দা।

[৫] আহতরা হলেন- উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের আলতাফ মোল্যার ছেলে জুয়েল হোসেন, চাড়াভিটার মহর আলীর ছেলে রফিকুল ইসলাম, নরাইলের কুমুর কুমারের ছেলে প্রভাকর, অভয়নগরের নওয়াপাড়ার মনির আলী, নওয়াপাড়ার শাহিদুল ইসলামের দুই ছেলে বুয়েটের ছাত্র আশফাক আবির ও মাশফিক আবিদ।

[৬] পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯ টার দিকে খুলনা থেকে একটি যাত্রীবাহী বাস নড়াইলের কালনা যাচ্ছিল। এসময় যশরের বাঘারপাড়ার চাড়াভিটা থেকে তাজ আনন্দ পরিবহনের একটি বাস খুলনার উদ্যেশ্যে আসারপথে বাঘারপারা উপজেলার জামদিয়া এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে বাস দুটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় বাসের চালকসহঅনেকে আহত হন।

[৭] দূর্ঘটনার খবর পেয়ে স্থানীয় ভিটাবল্যা ক্যাম্প পুলিশ, বাঘারপাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের কেউ কেউ নিজ থেকে হাসপাতালে চলে যান।

[৮] আহতদের মধ্যে বাস চালক মনির হোসেনকে খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। বাস যাত্রী মনির আলীকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বাকিদের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

[৯] বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়