শিরোনাম
◈ ঘন কুয়াশার চাদরে রাজধানী, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন ◈ জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী জোট নিয়ে ১০১ আলেমের তিন আপত্তি ◈ বিটিআরসি কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় আটক ২৮ ◈ মানবাধিকার সংগঠনের চোখে বাংলাদেশে 'মব সন্ত্রাস' উদ্বেগজনক, থামছে না কেন ◈ দেশের স্বার্থে বিএনপি-জামায়াত একসাথে কাজ করবে: জামায়াত আমির  (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলা‌দে‌শে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হলো না কেন? ◈ নেতৃত্ব বদলালেও সার্কের স্বপ্ন শেষ হয়নি: প্রধান উপদেষ্টা ◈ তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ ◈ তারেক রহমানের সাথে ডাকসু ভিপির সাক্ষাৎ, রাজনীতিতে নিজেদের মধ্যে ভিন্নতা বা বিভাজন থাকাটা গণতান্ত্রিক সৌন্দর্য ◈ বিমানের রেকর্ড মুনাফা: আয় ১১ হাজার কোটি ছাড়াল, লাভ বেড়েছে ১৭৮ শতাংশ

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪৮ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঘারপাড়ায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০

আজিজুল ইসলাম: [২] বাঘারপাড়ার জাদিয়ায় বসুন্দিয়া-ধল্গ্রাম সড়কে যাত্রীবাহী বাসের মুখমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরোও কমপক্ষে ২০ জন। তাদের মধ্যে গুরুতর আহত ৫ জন।

[৩] বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে বাঘারপারা উপজেলার জামদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

[৪] নিহত বাস চালক মনির হোসেন ( ৫০ )। তিনি নড়াইলের বড়দিয়া মহিরণ গ্রামের বাসিন্দা।

[৫] আহতরা হলেন- উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের আলতাফ মোল্যার ছেলে জুয়েল হোসেন, চাড়াভিটার মহর আলীর ছেলে রফিকুল ইসলাম, নরাইলের কুমুর কুমারের ছেলে প্রভাকর, অভয়নগরের নওয়াপাড়ার মনির আলী, নওয়াপাড়ার শাহিদুল ইসলামের দুই ছেলে বুয়েটের ছাত্র আশফাক আবির ও মাশফিক আবিদ।

[৬] পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯ টার দিকে খুলনা থেকে একটি যাত্রীবাহী বাস নড়াইলের কালনা যাচ্ছিল। এসময় যশরের বাঘারপাড়ার চাড়াভিটা থেকে তাজ আনন্দ পরিবহনের একটি বাস খুলনার উদ্যেশ্যে আসারপথে বাঘারপারা উপজেলার জামদিয়া এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে বাস দুটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় বাসের চালকসহঅনেকে আহত হন।

[৭] দূর্ঘটনার খবর পেয়ে স্থানীয় ভিটাবল্যা ক্যাম্প পুলিশ, বাঘারপাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের কেউ কেউ নিজ থেকে হাসপাতালে চলে যান।

[৮] আহতদের মধ্যে বাস চালক মনির হোসেনকে খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। বাস যাত্রী মনির আলীকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বাকিদের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

[৯] বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়