শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ১০:০৬ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরগুনার পাথরঘাটায় বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ তিন জেলের মরদেহ উদ্ধার

অমল তালুকদার: [২] বুধবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে তালতলী উপজেলার দক্ষিণে বঙ্গোপসাগরে আশারচর এলাকায় ডুবে যাওয়া ট্রলার থেকে ওই ৩ জেলের মরদেহ উদ্ধার করা হয়।

[৩] মৃত জেলেরা হলেন- পাথরঘাটার সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের হোসেন আলীর ছেলে ইব্রাহিম (৩৫),তোতা মায়ার ছেলে মনির(৩৫) এবং পশ্চিম বাদুরতলা গ্রামের কুদ্দুস ফরাজীর ছেলে সরোয়ার(৩০) এছাড়াও মঙ্গলবার ভোরে রুহুল আমিন খান(৪৫) নামক একজন ট্রলার মালিক ঝড়ের কবলে পরে ট্রলার উল্টে গিয়ে ঘটনাস্থলে মারা যান।

[৪] বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা গ্রামের আব্দুর রাজ্জাকের মালিকানা আল্লার দান ট্রলারের ১১ জেলে মাছ ধরছিল। পরে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। অন্য একটি ট্রলার গিয়ে ৮ জেলেকে উদ্ধার করলেও ৩ জেলে নিখোঁজ ছিল। পরে রাতে তাদের সন্ধানে নামেন স্থানীয় ডুবুরিরা। তবে রাতে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

[৫] তিনি আরও বলেন, বুধবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে তালতলী উপজেলার দক্ষিণে বঙ্গোপসাগরে আসারচর এলাকায় ডুবে যাওয়া ওই ট্রলার থেকে ওই ৩ জেলের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশকে সংবাদ দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাবে। আরটিভি

[৬] এর আগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে বঙ্গোপসাগরের শাখানদী বলেশ্বরের মোহনায় বরগুনার পাথরঘাটা এলাকার আব্দুর রাজ্জাকের এফবি আল্লাহর দান নামক মাছ ধরা ট্রলারটি ১১জন জেলেসহ ডুবে যায়। ওই ঘটনায় ৮জেলেকে অন্য ট্রলারের সহায়তায় উদ্ধার করা গেলেও ৩জন নিখোঁজ থাকে। ২৯ সেপ্টেম্বর বুধবার তিনজনের মৃতদেহ তাদের পরিবারে সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়