শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৪৩ বিকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে শেখ হাসিনার বিকল্প নেই: তথ্যমন্ত্রী

খালিদ আহমেদ: [২] তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশকে যদি স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে হয়, যে স্বপ্ন বাস্তবায়নে আমাদের পূর্বসূরিরা বঙ্গবন্ধুর নেতৃত্বে বুকের তাজা রক্ত ঢেলে বাংলাদেশ প্রতিষ্ঠা করে গেছেন, সে স্বপ্ন বাস্তবায়ন করতে হলে শেখ হাসিনাকে দরকার।

[৩] তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বেই আমরা সে স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে চলছি। তাই শেখ হাসিনার কোনো বিকল্প বাংলাদেশে নেই। আজকের দিনে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেনো অব্যাহতভাবে সে পথে নেতৃত্ব দিতে পারেন।’

[৪] তথ্যমন্ত্রী বলেন, ‘অর্থনীতিতে বাংলাদেশ থেকে এখন ভারত-পাকিস্তান পিছিয়ে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনার মধ্যে আমরা অর্থনৈতিক সূচক, সামাজিক সূচক, মানব উন্নয়ন সূচক, সবকিছুতেই পাকিস্তানকে অতিক্রম করেছি। ভারতকে অতিক্রম করেছি সামাজিক সূচক ও অর্থনৈতিক সূচকে।’

[৫] তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মানুষের পাশে ছিলেন বলেই এই করোনাকালে দেশে একজনও না খেয়ে মারা যায়নি। করোনা মোকাবিলা করার ক্ষেত্রে, অনেক প্রতিকূলতা থাকা সত্ত্বেও, ভারত থেকে টিকা না আসা সত্ত্বেও যেভাবে মানুষকে গণটিকা দিয়ে করোনাকে অনেকটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন, তা সমগ্র পৃথিবীতে প্রশংসিত’।

[৬] হাছান মাহমুদ বলেন, ‘এ করোনার মধ্যে প্রধানমন্ত্রী বলেছিলেন, গৃহহীনদের ঘর করে দেবেন। এ বছরের ডিসেম্বরের মধ্যে ৩ লাখ পরিবারকে সরকার ঘর করে দেয়ার পরিকল্পনা করেছে। ইতোমধ্যে প্রায় দেড় লাখ মানুষকে ঘর দেয়া হয়েছে।

[৭] মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রগতিশীল সাংবাদিক মঞ্চ এ সভার আয়োজন করে।

[৮] অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, মনজুরুল আহসান বুলবুল, মুন্নি সাহাসহ সিনিয়র সাংবাদিকরা বক্তব্য দেন। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়