শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৮ বিকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ে করতে আরব শেখ ৫ লাখ ডলার দিতে চেয়েছিলেন এই মডেলকে

ইমরুল শাহেদ: তিনি হলেন ব্রাজিলিয়ান মডেল ক্রিস গ্যালেরা । তিনি পুরুষদের ওপর নির্ভর করতে করতে বিরক্ত হয়ে পুরুষদের তোয়াক্কা না করে নিজেকেই বিয়ে করে আলোচনায় এসেছিলেন। তার বিয়ের পোশাকে চার্চের সামনে দাঁড়ানো ছবিও ভাইরাল হয়েছিল। নিজের বিশেষ এই দিনটি বন্ধুদের সঙ্গে উদযাপনও করেছিলেন তিনি। ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান মডেল ক্রিস গ্যালেরা যখন নিজেকে বিয়ে করেন তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হয়েছিলেন। যদিও সেসব মোটেও আমলে নেননি ক্রিস।

 

টিএনজি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্যালেরা আবারো সংবাদ শিরোনাম হয়ে উঠেছেন। সেখানেও বিয়ের বিষয়টিই রয়েছে। অনেকেই তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। তিনি ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, একটি প্রস্তাব এড়িয়ে যাওয়ার মতো ছিল না। একজন আরব শেখ তাকে বিয়ে করার জন্য এগিয়ে আসেন। তার প্রথম শর্ত নিজের সঙ্গে বিয়েটাকে ডিভোর্স দিতে হবে।

গ্যালেরা বলেছেন, ‘তিনি বলেছেন তাহলে বিয়ের যৌতুক হিসেবে দেওয়া হবে পাঁচ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ২৬ লাখ টাকা)।

গ্যালেরা জানান, তিনি শেখের সঙ্গে এ ব্যাপারে কথাও বলেছেন। তিনি বলেছেন, ‘আরব শেখ তাকে ইংরেজী ভাষায় লেখা একটি চিঠি লিখেছেন, যা তাকে অনুবাদ করে বুঝতে হয়েছে। আমি তার সঙ্গে কথা বলার সময় স্পষ্ট জানিয়ে দিয়েছি, আমার যা আছে সেটা আমি বিক্রি করবো না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়