শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৮ বিকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ে করতে আরব শেখ ৫ লাখ ডলার দিতে চেয়েছিলেন এই মডেলকে

ইমরুল শাহেদ: তিনি হলেন ব্রাজিলিয়ান মডেল ক্রিস গ্যালেরা । তিনি পুরুষদের ওপর নির্ভর করতে করতে বিরক্ত হয়ে পুরুষদের তোয়াক্কা না করে নিজেকেই বিয়ে করে আলোচনায় এসেছিলেন। তার বিয়ের পোশাকে চার্চের সামনে দাঁড়ানো ছবিও ভাইরাল হয়েছিল। নিজের বিশেষ এই দিনটি বন্ধুদের সঙ্গে উদযাপনও করেছিলেন তিনি। ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান মডেল ক্রিস গ্যালেরা যখন নিজেকে বিয়ে করেন তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হয়েছিলেন। যদিও সেসব মোটেও আমলে নেননি ক্রিস।

 

টিএনজি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্যালেরা আবারো সংবাদ শিরোনাম হয়ে উঠেছেন। সেখানেও বিয়ের বিষয়টিই রয়েছে। অনেকেই তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। তিনি ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, একটি প্রস্তাব এড়িয়ে যাওয়ার মতো ছিল না। একজন আরব শেখ তাকে বিয়ে করার জন্য এগিয়ে আসেন। তার প্রথম শর্ত নিজের সঙ্গে বিয়েটাকে ডিভোর্স দিতে হবে।

গ্যালেরা বলেছেন, ‘তিনি বলেছেন তাহলে বিয়ের যৌতুক হিসেবে দেওয়া হবে পাঁচ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ২৬ লাখ টাকা)।

গ্যালেরা জানান, তিনি শেখের সঙ্গে এ ব্যাপারে কথাও বলেছেন। তিনি বলেছেন, ‘আরব শেখ তাকে ইংরেজী ভাষায় লেখা একটি চিঠি লিখেছেন, যা তাকে অনুবাদ করে বুঝতে হয়েছে। আমি তার সঙ্গে কথা বলার সময় স্পষ্ট জানিয়ে দিয়েছি, আমার যা আছে সেটা আমি বিক্রি করবো না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়