শিরোনাম
◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা ◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক ◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব ◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৮ বিকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ে করতে আরব শেখ ৫ লাখ ডলার দিতে চেয়েছিলেন এই মডেলকে

ইমরুল শাহেদ: তিনি হলেন ব্রাজিলিয়ান মডেল ক্রিস গ্যালেরা । তিনি পুরুষদের ওপর নির্ভর করতে করতে বিরক্ত হয়ে পুরুষদের তোয়াক্কা না করে নিজেকেই বিয়ে করে আলোচনায় এসেছিলেন। তার বিয়ের পোশাকে চার্চের সামনে দাঁড়ানো ছবিও ভাইরাল হয়েছিল। নিজের বিশেষ এই দিনটি বন্ধুদের সঙ্গে উদযাপনও করেছিলেন তিনি। ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান মডেল ক্রিস গ্যালেরা যখন নিজেকে বিয়ে করেন তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হয়েছিলেন। যদিও সেসব মোটেও আমলে নেননি ক্রিস।

 

টিএনজি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্যালেরা আবারো সংবাদ শিরোনাম হয়ে উঠেছেন। সেখানেও বিয়ের বিষয়টিই রয়েছে। অনেকেই তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। তিনি ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, একটি প্রস্তাব এড়িয়ে যাওয়ার মতো ছিল না। একজন আরব শেখ তাকে বিয়ে করার জন্য এগিয়ে আসেন। তার প্রথম শর্ত নিজের সঙ্গে বিয়েটাকে ডিভোর্স দিতে হবে।

গ্যালেরা বলেছেন, ‘তিনি বলেছেন তাহলে বিয়ের যৌতুক হিসেবে দেওয়া হবে পাঁচ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ২৬ লাখ টাকা)।

গ্যালেরা জানান, তিনি শেখের সঙ্গে এ ব্যাপারে কথাও বলেছেন। তিনি বলেছেন, ‘আরব শেখ তাকে ইংরেজী ভাষায় লেখা একটি চিঠি লিখেছেন, যা তাকে অনুবাদ করে বুঝতে হয়েছে। আমি তার সঙ্গে কথা বলার সময় স্পষ্ট জানিয়ে দিয়েছি, আমার যা আছে সেটা আমি বিক্রি করবো না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়