আসিফুজ্জামান পৃথিল: [২] প্রতি ১ লাখ নারীর ৯.৮২ জন ধর্ষণের শিকার হন। [৩] ভারতে এ সংখ্যা লাখে ১.৮। [৪] বিশ্বের ৩৫ শতাংশ নারী যৌন হয়রানির শিকার হন। এর মধ্যে ৪০ শতাংশ নারী যৌন হয়রানির শিকার হলেও চুপ থাকেন, ১০ শতাংশ আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সহায়তা নেন। প্রথমবারের মতো করা কৈশি^ক সমীক্ষা বলছে, ২০১৯ সালে কোন দেশে কতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে। ডয়েচে ভেলে
[৫] ৪০তম অবস্থানে থাকা বাংলাদেশের প্রতি এক লাখ নারীর মধ্যে প্রায় ১০ জন ধর্ষণের শিকার হন। ৪২তম অবস্থানে থাকা জার্মানিতে প্রতি এক লাখ নারীর মধ্যে ৯ জনেরও বেশি ধর্ষিত হন। আর ভারতের প্রতি লাখ নারীর মধ্যে এক দশমিক ৮ জন ধর্ষণের শিকার হন।
[৬] দক্ষিণ আফ্রিকার প্রতি এক লাখের মধ্যে ১৩২ জনেরও বেশি নারী ধর্ষণের শিকার হন। দেশটির মেডিকেল রিসার্চ কাউন্সিলের জরিপ অনুসারে, প্রতি চারজনের মধ্যে একজন পুরুষ ধর্ষণ করে সেই কথা স্বীকারও করে।
[৭] আফ্রিকার দেশ বোতসোয়ানায় দ্বিতীয় সর্বোচ্চ ধর্ষণের ঘটনা ঘটে। দেশটির প্রতি এক লাখ নারীরর মধ্যে ৯৩ জন ধর্ষণের শিকার হন।
[৮] আফ্রিকার আরেক দেশ লেসোথোয় ২০১৯ সালে তৃতীয় সর্বোচ্চ ধর্ষণের ঘটনা ঘটেছে। সেখানকার এক লাখ নারীর মধ্যে ৮৩ জন ধর্ষণের শিকার হন।
[৯] ২০১৯ সালে বাংলাদেশে ধর্ষণের শিকার হয়েছেন ১১ হাজার ৬৮২ নারী।