শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪৫ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেত্রকোণায় বিজিবি’র অভিযানে ভারতীয় মদসহ আটক এক

সুস্থির সরকার: [২] সীমান্ত এলাকায় নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অভিযানে ভারতীয় মদসহ ১ জনকে আটক করেছে বিজিবি।

[৩] নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল এ. এস. এম জাকারিয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ২৮ সেপ্টেম্বর ভোর রাত চার টার দিকে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার ৫নং লেংগুড়া ইউনিয়নে অবস্থিত লেংগুড়া বিওপিতে কর্মরত হাবিলদার মো. হারুন অর রশিদ এর নেতৃত্বে ০৬ সদস্যের একটি টহল দল সীমান্ত পিলার ১১৭১/এমপি হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লেংগুড়া গোদারঘাট নামক এলাকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহল কার্যক্রম পরিচলনা করছিল।

[৪] উক্ত সময়ে মো. নাজমুল হক (২৮), পিতা-মো. শহিদুল ইসলাম, গ্রাম-কান্দাপাড়া, ডাকঘর-লেংগুড়া, থানা-কলমাকান্দা ও জেলা-নেত্রকোণাকে সীমান্তের দিক হতে মোটর সাইকেলযোগে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে সন্দেহ হলে বিজিবি টহল দল ধাওয়া করে। টহল দলের উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেল ফেলে পালানোর চেষ্টা করলে এক জনকে আটক করতে সক্ষম হয় এবং পলাতক আসামী শংকর (২৫), পিতা-অজ্ঞাত, গ্রাম-কাশিগঞ্জ, ডাকঘর-কাশিগঞ্জ, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহ পালিয়ে যায়।

[৫] আটককৃত ব্যক্তিকে তল্লাশীকালীন ব্যাগে রাখা ২৪ বোতল ভারতীয় মদ এবং একটি মোটর সাইকেল (প্লাটিনা ১০০ সিসি) জব্দ করা হয়। মোটর সাইকেল ও মদের সর্বমোট সিজার মূল্য ১লাখ ৬হাজার টাকা।

[৬] আটককৃত মাদক, মোটরসাইকেল ও আসামিকে নেত্রকোণা জেলার কলমাকান্দা থানায় হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়