মুস্তাফিজুর রহমান: [২] রাজধানীর সবুজবাগে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে পথচারী নারীর মৃত্যু হয়েছে। তার নাম ফুলি বেগম (৫৮)।
[৩] সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচ টার দিকে ঘটনাটি ঘটে। সত্যতা নিশ্চিত করেন সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আসলাম আলী।
[৪] তিনি বলেন, সবুজবাগের মায়াকানন মসজিদের পেছন দিয়ে পায়ে হেটে যাওয়ার সময়ে একটি নির্মার্ণাধীন ভবনের ৫ম তলা থেকে ইট তার মাথায় পড়ে ঘটনাস্থলে প্রান হারান ফুলি বেগম । সংবাদ পেয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে আইনি প্রকৃয়া শেষে রাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
[৫] জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পশ্চিম নয়াপাড়া গ্রামের মৃত ছবেদ আলীর মেয়ে। বর্তমানে তার ছেলের সাথে সবুজবাগ ৫/সি মায়াকান থাকতেন।