ওবায়দুল হক মানিক আমিরাত থেকে: [২] বাংলাদেশ আর্ট উইক দুবাই এর প্রথম সংস্করণের অংশ হিসেবে একটি গ্রুপ প্রদর্শনী, "আনডিফাইনড টেরিটরি" প্রদর্শনী করতে পেরে BAW গর্বিত। গত ২২শে সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় , 'আলসারকাল লেটস' চলাকালীন সময়ে দুবাইয়ের আলসারকাল এভিনিউর জিপিপিতে এই প্রধর্শনীর উদ্বোধন করা হয়।
[৩] এ সময় উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত মোহাম্মদ আবু জাফর, ইরেনাতে স্থায়ী প্রতিনিধি এবং আলসারকাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবদেল মোনেম। আরো ছিলেন দুবাই কাল্চারের চারুকলা বিভাগের পরিচালক খালিদ আবদুলওয়াহিদ, গোথ্ ইনষ্টি্টিউট এর পরিচালক ফরিদ মাজারী, মোহামেমদ সোম্জি ও বাংলাদেশ আর্ট উইক এর ফাউন্ডার নীহারিকা মমতাজ উপস্থিত ছিলেন।
[৪] প্রদর্শনীতে শুমন আহমেদ, পলাশ ভট্টাচার্য, মারজিয়া ফারহানা, শাহরিয়া শারমিন এবং মুনেম ওয়াসিফের এর ভিডিও ও আলোক চিত্র প্রদর্শন করা হয়, যার কিউরেটর ছিলেন রামা ঘানা।"আনডিফাইনড টেরিটরি" যা সমসাময়িক বাংলাদেশের স্থান-সময়-পরিচয়-ও জ্ঞানের বিনির্মাণকে সম্ভোধন করে পাঁচজন শিল্পীর ভিডিও চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী।
[৫] ওপনিবেশিকতা, ভৌগলিক রাজনীতি, প্রবাহমান সময় ও ভাষার কাঠামো নিয়েএই এলাকার যে সমসাময়িক উন্মোচন তাহাই এই প্রদর্শনীর মুল উপজীব্য। প্রথাগত ধারণার বাইরে থেকে এই স্থানের প্রাচীন ভূরাজনৈতিক অবস্থা ও সময়ের সাথে পরিবর্তন, বাক্তিগত ও সামগ্রিক রাজনীতির আবহকে শিল্পকর্মগুলো বিশেষভাবে বিশ্লেষণ করে।