আখিরুজ্জামান সোহান: [২] ২০১১ সালে এক মাহফিলে মুফতি কাজী ইব্রাহীম বলেন, ‘বিশ্বখ্যাত কবি এবং সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ারের আসল নাম শেখ যুবায়ের এবং তিনি আরবি বংশোদ্ভুত।’ এই মন্তব্যের পর বিভিন্ন মহলে বেশ আলোচিত সমালোচিত হন এই ইসলামিক বক্তা। তবে সম্প্রতি হঠাৎই সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় নেটমাধ্যমে। তাই নতুন করে আলোচনার পাশাপাশি ট্রোলেরও স্বীকার হচ্ছেন তিনি ।
[৩] ২৫ সেপ্টেম্বর এই ইসলামিক বক্তার ফেসবুক পেজে দেওয়া ভিডিওতে দর্শকের করা এক প্রশ্নে বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ ব্যাখ্যা দেন কাজী ইব্রাহীম। প্রশ্নটি ছিল: শেক্সপিয়ারের নাম যে শেখ যুবায়ের এর কোনো দলিল প্রমাণ আছে কি ?