মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীর খিলগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় শামসুল আলম (৬৫) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাটি ঘটে।
[৩] মৃতের মেয়ের চৈতি আক্তার বলেন তার বাবা মুক্তিযোদ্ধা, তিনি খিলগাও দক্ষিণ শাহজাহানপুর বাসা থেকে দুপুরে খিদমা হাসপাতালে থেরাপি নিতে যাচ্ছিলেন। পথিমধ্যে খিলগাঁও ফ্লাইওভারের ঢালের অদুরে রাস্তা পার হওয়ার সময়ে কোন প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করান। তিনি বলেন, সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পোনে চার টায় নিউরোসার্জারী বিভাগে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
[৪] খবরটির সত্যতা নিশ্চিত করেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সোয়েব খান।
[৫] তিনি বলেন, নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে খিলগাঁও থানা পুলিশ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে। তার গ্রামের বাড়ি শরিয়তপুর ঘোষাইর হাট।