শিরোনাম
◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর ◈ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগিরই: ট্রাম্প ◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ ◈ শনিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি প্রাথমিক শিক্ষকদের

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩০ বিকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশের পরিবর্তে সড়কের নিরাপত্তায় আলাদা জনবলের সুপারিশ করেছে সংসদীয় উপ কমিটি

মনিরুল ইসলাম: [২] পুলিশের পরিবর্তে সড়ক অধিদপ্তরের নিজস্ব জনবল দিয়ে দেশের সড়ক-মহাসড়কগুলোর নিরাপত্তা দিতে সুপারিশ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির উপ-কমিটি। সেই সাথে সকল সেতুর টোল আদায়ে অভিন্ন সফটওয়্যার ব্যবহারের সুপারিশ করা হয়েছে ওই উপ-কমিটির পক্ষ থেকে।

[৩] রোববার সংসদ ভবনে সংসদীয় কমিটির বৈঠকে উপ-কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। তবে বৈঠকে প্রতিবেদন নিয়ে কোনো আলোচনা হয়নি।

[৪] ধলেশ্বরী সেতু, বঙ্গবন্ধু সেতুসহ অন্যান্য সেতুর টোল আদায় পদ্ধতি এবং দরপত্র ছাড়া সময় বৃদ্ধিসহ যাবতীয় কার্যক্রম তদন্তে গত ৩১ ডিসেম্বর স্থায়ী কমিটির বৈঠকে এই উপ-কমিটি গঠন করা হয়েছিল।

[৫] কমিটির সদস্য এনামুল হককে আহ্বায়ক করে গঠিত দুই সদস্যের এই উপ-কমিটিকে টোল আদায়ে অনিয়ম-দুর্নীতি নিয়ে নিয়ে প্রাপ্ত অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।

[৬] উপ-কমিটির আহ্বায়ক এবং স্থায়ী কমিটির সদস্য এনামুল হক বলেন, বৈঠকে তারা তাদের প্রতিবেদন জমা দিয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়নি। উপ-কমিটির প্রতিবেদনে মোট সাতটি সুপারিশ করা হয়েছে।

[৭] একাব্বর হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এনামুল হক, আবু জাহির, রেজওয়ান আহম্মদ তৌফিক, ছলিম উদ্দীন তরফদার, শেখ সালাহউদ্দিন, সৈয়দ আবু হোসেন এবং রাবেয়া আলীম বৈঠকে অংশ নেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়