শিরোনাম
◈ বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে দুশ্চিন্তায় জোট শরিকরা ◈ পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ নির্বাচনী প্রচারের প্রথম দিনেই চার জেলায় হামলা সংঘর্ষ, আহত ২০ (ভিডিও) ◈ বেনাপোলের ভোলা ঢাকায় পিস্তল গুলিসহ গ্রেফতার ◈ ডোনাল্ড ট্রাম্প ব্রিকসকে হুম‌কি ম‌নে কর‌ছেন ◈ কেউ কা‌রো দোষারোপ, করবে না, অথচ বিএনপি-জামায়াত প্রচারণা শুরু করলো একে অপ‌রের সমা‌লোচনা ক‌রে ◈ নির্বাচনী প্রচারণায় আজ পঞ্চগড়ে যাচ্ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ◈ এক বছ‌রে রেকর্ড আয়ের শীর্ষে রিয়াল মা‌দ্রিদ ও বা‌র্সেলোনা  ◈ সিলেট থেকে নারায়ণগঞ্জ: ১৬ ঘণ্টায় সাত জেলায় টানা জনসমাবেশ শেষে ঢাকায় ফিরলেন তারেক রহমান ◈ বকেয়া ২৬ কোটি ডলার পরিশোধ না করেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সদস্যপদ ত্যাগ করলো যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩০ বিকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশের পরিবর্তে সড়কের নিরাপত্তায় আলাদা জনবলের সুপারিশ করেছে সংসদীয় উপ কমিটি

মনিরুল ইসলাম: [২] পুলিশের পরিবর্তে সড়ক অধিদপ্তরের নিজস্ব জনবল দিয়ে দেশের সড়ক-মহাসড়কগুলোর নিরাপত্তা দিতে সুপারিশ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির উপ-কমিটি। সেই সাথে সকল সেতুর টোল আদায়ে অভিন্ন সফটওয়্যার ব্যবহারের সুপারিশ করা হয়েছে ওই উপ-কমিটির পক্ষ থেকে।

[৩] রোববার সংসদ ভবনে সংসদীয় কমিটির বৈঠকে উপ-কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। তবে বৈঠকে প্রতিবেদন নিয়ে কোনো আলোচনা হয়নি।

[৪] ধলেশ্বরী সেতু, বঙ্গবন্ধু সেতুসহ অন্যান্য সেতুর টোল আদায় পদ্ধতি এবং দরপত্র ছাড়া সময় বৃদ্ধিসহ যাবতীয় কার্যক্রম তদন্তে গত ৩১ ডিসেম্বর স্থায়ী কমিটির বৈঠকে এই উপ-কমিটি গঠন করা হয়েছিল।

[৫] কমিটির সদস্য এনামুল হককে আহ্বায়ক করে গঠিত দুই সদস্যের এই উপ-কমিটিকে টোল আদায়ে অনিয়ম-দুর্নীতি নিয়ে নিয়ে প্রাপ্ত অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।

[৬] উপ-কমিটির আহ্বায়ক এবং স্থায়ী কমিটির সদস্য এনামুল হক বলেন, বৈঠকে তারা তাদের প্রতিবেদন জমা দিয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়নি। উপ-কমিটির প্রতিবেদনে মোট সাতটি সুপারিশ করা হয়েছে।

[৭] একাব্বর হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এনামুল হক, আবু জাহির, রেজওয়ান আহম্মদ তৌফিক, ছলিম উদ্দীন তরফদার, শেখ সালাহউদ্দিন, সৈয়দ আবু হোসেন এবং রাবেয়া আলীম বৈঠকে অংশ নেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়