শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১০:০৩ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. কামরুল হাসান মামুন: এক চিমটি প্রযুক্তি শিখে একটি স্যালাইন মার্কা শিক্ষিত হবে আগামী প্রজন্ম

আমার ছোট কন্যা লিলিয়া পড়ে নবম শ্রেণীতে। ইংরেজি মাধ্যমে। গতকাল রাতে ওর পড়ার ঘরে গিয়ে দেখি ওর বোর্ডে একটি ছোট খাটো ইন্টিগ্রেশন করে রেখেছে (ইন্টিগ্রেশন মাত্র শিখছে)। তারপর খোঁজ নিয়ে এবং ওর গণিত বই হাতে নিয়ে দেখলাম মাম্মা মিয়া কি নেই ওতে! ইন্টিগ্রেশন, ডিফারেন্টসিয়েশন, জ্যামিতির, ট্রিগোনোমিতি অর্থাৎ বর্তমান বাংলা মাধ্যমের উচ্চতর গণিতে যা আছে তার চেয়েও বেশি এবং অধিকতর জটিল। নতুন কাররিকুলামে নবম দশম শ্রেণী থেকে সেই উচ্চতর গণিত উঠিয়ে দেওয়া হচ্ছে।
আরো দেখলাম ওদের পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন ও গণিত নামের আরো চারটি সাবজেক্ট আছে। অথচ নতুন প্রস্তাবিত কাররিকুলামে প্রথম ৩টি বিষয় থেকে আগের তিন ভাগের এক ভাগ করে একেকটি থেকে নিয়ে একটি বিষয় বানানো হচ্ছে যার নাম বিজ্ঞান। ওদিকে উচ্চ মাধ্যমিকের সিলেবাস আগের মতই আছে। উচ্চ মাধ্যমিকে যারা বিজ্ঞান নিবে তাদের সেই বিষয়গুলো পড়ে বোঝার জন্য কিছু পূর্বশর্ত থাকে। অর্থাৎ ওগুলো পড়ে বুঝতে হলে মাধ্যমিকের ৪টি বিষয় যেমন পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন ও উচ্চতর গণিত আলাদা পূর্ণমানের বিষয় পড়া থাকতে হবে। এখন নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রস্তাবিত কাররিকুলাম পড়ে যখন উচ্চ মাধ্যমিকে পড়তে যাবে তাদের অবস্থা কি হবে একটু ভেবে দেখুন। ভয় পাবে। ভয়ে কেউ আর বিজ্ঞান পড়তে চাইবে না। নতুন কাররিকুলাম পড়ে আগে যারা আর্টস কিংবা বাণিজ্যে পড়তো তারা কিন্তু উপকৃত ঠিকই হবে। এমনিতেই উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান পড়ে পৃথিবীর যেকোন বিষয় পড়া যেত এবং যায়।
এমনিতেই আমাদের দেশে বিজ্ঞানের শিক্ষার্থী দিন দিন কমছে। ১৯৯০ থেকে ২০১৩ সালের মধ্যে মাধ্যমিকে বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা ৪২ শতাংশ থেকে ২২ শতাংশে নেমেছে। ১৯৯০ থেকে ২০১৩ সালের মধ্যে উচ্চ-মাধ্যমিকে বিজ্ঞান শিক্ষার্থী ২৮ শতাংশ থেকে কমে ১৭ শতাংশ হয়েছে। ১৯৯০ থেকে ২০১৩ সালের মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিজ্ঞান শিক্ষার্থী ১৭ শতাংশ থেকে কমে ১১ শতাংশ হয়েছে। আর এইবার প্রস্তাবিত নতুন কাররিকুলাম বাস্তবায়িত হলে বিজ্ঞানের শিক্ষার্থী আরো কমে যাবে। অথচ বিজ্ঞানের জোরেই বিশ্বে অভাবনীয় উন্নতি হচ্ছে। চারিদিকে বিজ্ঞানেরই জয়জয়কার। আমরা যা দেখি বা হাতে পাই সেটা প্রযুক্তি। কিন্তু প্রযুক্তির উন্নতির জ্বালানি হচ্ছে বিজ্ঞান। এর মানে হলো আমরা সোজা উল্টো পথে হাটছি।
এই উল্টো যাত্রাকেই আমাদের দেশের কিছু শিক্ষাবিদ বাহবা দিচ্ছে। তাদের উদ্যেশ্য নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। প্রস্তাবিত এই কাররিকুলাম যেভাবেই হউক থামাতে হবে। আমার আশ্চর্য লাগে বুয়েটের কোন শিক্ষককে দেখলাম না নতুন কাররিকুলাম নিয়ে কিছু বলতে। বুয়েটের একজন সাবেক শিক্ষক এবং বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অবশ্য এই কাররিকুলামকে স্বাগত জানিয়েছেন। কারণ এই কাররিকুলাম বাস্তবায়িত হলে ইংরেজি মাধ্যম আরো জনপ্রিয় হবে এবং ইংরেজি মাধ্যম যত বেশি জনপ্রিয় হবে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ততবেশি উপকৃত হবে। এরা হলো প্রচন্ড ধান্দাবাজ। কিন্তু বুয়েটের বর্তমান শিক্ষকরা কেন চুপ? তারাইতো সবচেয়ে বড় ভিক্টিম হবে।
এই নতুন প্রস্তাবিত সিলেবাস পড়ে কিভাবে গণিত অলিম্পিয়াড আর ফিজিক্স অলিম্পিয়াডে ভালো করবে আশা করেন? এই নতুন প্রস্তাবিত সিলেবাস পড়ে কিভাবে বড় বিজ্ঞানী হবে আশা করেন? এই নতুন প্রস্তাবিত সিলেবাস পড়ে কিভাবে বড় বিজ্ঞানী হবে আশা করেন? কিভাবে বড় ডাক্তার হবে? আমরাতো গড় মানুষ তৈরীর টার্গেট নিয়েছি যারা এক চিমটি বিজ্ঞান, এক চিমটি আর্টস আর এক চিমটি প্রযুক্তি শিখে একটি স্যালাইন মার্কা শিক্ষিত হবে। এদের দিয়ে প্রযুক্তিবিদ হওয়া দুরাশা। বড়জোর মিস্ত্রি বা টেকনিশান হবে। এমনিতেই বাংলাদেশের শিক্ষার মান এশিয়ার তলানিতে। নতুন কাররিকুলাম বাস্তবায়িত হলে সেই তলাও ফুটা হয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়