শিরোনাম
◈ ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক ◈ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালার খসড়া মন্ত্রিসভায় অনুমোদন ◈ অটোরিকশা ঢাকার কোথায় চলবে, সুনির্দিষ্ট নির্দেশনার পর ব্যবস্থা: ডিএমপি ◈ প্রতি বছর এপ্রিলের গরম ৪০ ডিগ্রি ছাড়াবে, বলছে রিপোর্ট ◈ ডেমরায় পুলিশের রাবার বুলেট-টিয়ারশেলে ছত্রভঙ্গ অটোরিকশা চালকরা ◈ তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হলেন লাই চিং-তে ◈ ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ: ওবায়দুল কাদের ◈ বিশ্বের দূষিত বাতাসের তালিকায়  সোমবার ঢাকা ছিল ষষ্ঠ ◈ মধ্য গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৮, নেতানিয়াহু-সুলেভান বৈঠক ◈ ডিপজল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না: হাইকোর্ট 

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৫৮ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঠবাড়িয়ায় গৃহবধূকে কামড়িয়ে ও পিটিয়ে আহত

জুলফিকার আমীন: [২] জমি ও পূর্ব শত্রুতার বিরোধের জেরে পিরোজপুরের মঠবাড়িয়ায় পারুল বেগম (২৬) নামে গৃহবধূকে কামড়িয়ে ও পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় গৃহবধূর স্বামী হুমায়ূন কবির শনিবার সকালে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ করেন। হুমায়ূন কবির উপজেলার পাঠাকাটা গ্রামের মৃত সুলতান মল্লিকের ছেলে।

[৩] হুমায়ূন কবির জানান, প্রতিবেশী ইউনুস মাল্লিকের সাথে তার জমি ও পূর্ব বিরোধ চলে আসছিল। কুদ্দুস মল্লিক ও তার দলবল বিভিন্ন সময় তার পরিবারের লোকজনের ওপর হামলা করাসহ বিভিন্ন ধরনের ক্ষতি করার পায়তারা চালিয়ে আসছিল। গত বছর তার শতাধিক মৌসুমি সবজি গাছও কেটে ফেলে।

[৪] শুক্রবার বিকেলে তার স্ত্রী পারুল বেগম ঘরের পাশে সবজি তুলতে গেলে কুদ্দুস মল্লিকের ছেলে শামীম ও ইউনুস মল্লিকের ছেলে মামুন এলোপাথারি পিটিয়ে ও শরীরের বিভিন্ন অঙ্গে কামড়িয়ে গুরুতর জখম করে। এসময় একটি পাওয়ার টিলার পিটিয়ে ভেঙে ফেলে। তার আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

[৫] এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়