শিরোনাম
◈ গভীর ঘু‌মে যখন নগরবাসী তখন সংবর্ধনা পে‌লেন আফঈদা-ঋতুপর্ণারা ◈ নারী এশিয়ান কাপে ১১ দলই চূড়ান্ত, ফিফা র‌্যাঙ্কিংয়ে সবাই বাংলাদেশের উপ‌রে ◈ চী‌নে এশিয়া কাপ হ‌কি‌তে বাংলা‌দে‌শের হ্যাটট্রিক জয়  ◈ তিন নম্বর সতর্ক সংকেতে সুন্দরবনের খালে আশ্রয় নিয়েছে শত শত মাছ ধরার ট্রলার ◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৫৫ রাত
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ই-কমার্স নিয়ে আজকের এই পরিস্থিতি নিছক দুর্ঘটনা, পরিকল্পনা নয়: আলাদিনের প্রদীপ.কমের সিইও

আখিরুজ্জামান সোহান: [২] এক ফেসবুক স্টাটাসে আলাদিনের প্রদীপ.কমের  প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মুন সম্প্রতি ই-কমার্সের ব্যাপারে গণমাধ্যমের অবস্থান নিয়ে সমালোচনা করেন। তিনি দাবি করেন, কিছু গণমাধ্যম আলাদিনের প্রদীপ.কমের বিরুদ্ধে তথ্যগত ভুল সংবাদ প্রকাশ করে যাচ্ছে।

[৩] স্টাটাসে শুরুতেই তিনি বলেন, মিডিয়া, পত্রিকা এই ক্যাটাগরির যে কেউ হোক, আপনাদের জায়গাটা সম্মানের,

কাস্টমারের পণ্য দিতে বিলম্ব হচ্ছে, এটা অস্বীকার আমরাও করছি না।কিন্তু বরাবর অফিস ভিজিটের জন্য শুক্রবার অথবা আমার সাথে সরাসরি কথা বলার পরও কিভাবে অফিস বন্ধ, আমি পলাতক বলে প্রচার করছেন, বা কেনই এই টপিকটাকে ফোকাস করা হচ্ছে, আমার বোধগম্য না।

[৪] তিনি আরো বলেন, ভুলতথ্য দিলে প্রতিবাদলিপি বা আইনি পদক্ষেপ এইটা দিয়েও মনে হয় না, এসকল সমস্যার সমাধান হবে। বরং আপনাদের জায়গাটা মানুষের আস্থার জায়গা তৈরীর জন্য হোক, সেটি লক্ষ্য রেখেই কাজ করলে, আমরাও আপনাদের সহযোগীতা করতে পারবো।

[৫] তিনি বলেন,  ই-কমার্স নিয়ে তথ্য যাচাই না করে, যে বিষয়গুলো বরাবরই ফোকাস করা হচ্ছে, তার মধ্যে অফিস চালু থাকলেও তা বন্ধ হিসেবে ফোকাস করা, মালিক পলাতক হিসেবে প্রকাশ করা। অথচ আমি আপনাদের চক্ষুসম্মুখে চলাফেরা করছি।

২য় বিষয়, ই-কমার্স শুরু থেকেই যে মোট লেনদেন করেছে, তার পুরোটাই হাতিয়ে নিয়েছে, বা আটকে রেখেছে, সেই এমাউন্টটাকেই তুলে ধরা হচ্ছে, অথচ শুরু থেকে যে এমাউন্ট টা ডেলিভারি করা হলো বা কাস্টমার যতটাকা পণ্য বা ফেরত পেলো, সেটিকে কিন্তু একদমই সামনে আনা হয় না।

[৬] তিনি বলেন, এর পেছনে কারণ আগুনের উত্তপ্ততা যত বেশি হিসেবে তুলে ধরা হবে, ততবেশি সেটা মানুষের চোখে পড়বে। অথচ এই উত্তপ্ততা বা অতিরঞ্জিত বা ভুল তথ্য সাধারণের জন্য ভোগান্তি হচ্ছে।

[৭] যাদের জন্য টিকে থাকার চেষ্টা করছি,তাদেরও ক্ষতি হচ্ছে, কার্যক্রমের পরিবেশেরও ক্ষতি হচ্ছে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আপনাদের সম্মানের জায়গা টা আপনারা ধরে রাখুন, আমরা সহযোগী হবো।

[৮] প্রতিষ্ঠানটির এই প্রধান কর্মকর্তা শেষে বলেন, সেই সাথে এইটুকু জোর গলায় বলতে পারি, শেষ অব্দি টিকে থাকার চেষ্টা করবো, না পারলে আইনে যা বিচার হবে, তা মেনে নেবো কিন্তু পালিয়েছি, এই ট্যাগটা অন্তত নিজের সাথে যুক্ত হতে দেবো না। কারণ আজকের এই পরিস্থিতি নিছক দূর্ঘটনা, পরিকল্পনা নয়। যে পরিস্থিতি চলছে, তাতে আলাদিনের প্রদীপের কেউ শান্তিতে বা ভালো নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়