জেরিন আহমেদ : [২] শেরপুর সদর ও নালিতাবাড়ি উপজেলার দুটি পৃথক স্থানে পাখি শিকারের অপরাধে ৪ জনকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
[৩] আজ শুক্রবার সকালে শেরপুর সদরের পাকুড়িয়া ও নালিতাবাড়ি উপজেলার ছালুয়াতলা গ্রামে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. মিজানুর রহমান এবং নালিতাবাড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন।
[৪] সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়ন এবং নালিতাবাড়ি উপজেলার ছালুয়াতলা গ্রামে দুটি পৃথক স্থানে ৪ জন পাখি শিকারি বিভিন্ন ধরনের পাখি ও বক শিকার করে আসছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২টি বকসহ ৪ জনকে আটক করা হয়। পাখি শিকারের দায়ে মোহাম্মদ রোমান মিয়া, মো. আনার আলী, জুয়েল মিয়া এবং মো. ইদ্রিস আলীকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ২ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
[৫] এসময় উদ্ধার করা পাখিগুলো প্রকৃতিতে অবমুক্ত এবং পাখি ধরার সরঞ্জাম ধ্বংস করা হয়।
[৬] আদালত পরিচালনা করার সময় বন বিভাগের কর্মকর্তা ড. প্রান্তোষ চন্দ্র রায়, সুমন সরকার ও মো. আব্দুল্লাহ আল আমিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সম্পাদনা : খালিদ আহমেদ