আবু রুশদ: চীনে বঙ্গবন্ধুর নামে একটা কিছু করার দাবী জানাই। ভাস্কর্যসহ, তিয়ানানমেন স্কোয়ারে একটা ঝর্ণা বা বসার জায়গা করা যেতে পারে।খালি পশ্চিমা দেশে থাকবে কেন? বেইজিং সামরিক জাদুঘরে ইয়াহিয়া খানের বিশাল ছবি আছে। আমাদের উচিত চীনের প্রতি জোর দাবী জানিয়ে ওই নরঘাতক ইয়াহিয়ার ছবি অপসারণের ব্যবস্থা করা।
এছাড়া ১৯৫৬ সালে বঙ্গবন্ধু যে চীন সফরে গিয়েছিলেন সেটার উপরে ভিত্তি করে জাদুঘরে আলাদা কর্ণার তৈরি করার প্রস্তাব দেয়া। বেইজিং-এ বঙ্গবন্ধুর নামে একটি বড় সড়কের নামকরণ করা।