শিরোনাম
◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও)

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪৩ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জয় ও অধিনায়ক আকবরের ফিফটিতে মমিনুলদের ছাড়িয়ে গেল এইচপি

রাহুল রাজ :[২] অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের মাহমুদুল হাসান জয় ও আকবর আলীর ফিফটিতে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ঝলমলে দিন কাটিয়েছে বিসিবির এইচপি দল। ৬ রানের লিড পেয়েছে তারা। দুই ব্যাটসম্যান ফিফটি পেলেও মাত্র ৩ রানের জন্য হাফ সেঞ্চুরিবঞ্চিত হয়েছেন তৌহিদ হৃদয়।

[৩] এই তিন তরুণের দারুণ ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৩৭ রান তুলেছে এইচপি দল। এর আগে বাংলাদেশ ‘এ’ দলকে ২৩১ রানে আটকে দেয় দেশের উদীয়মান ক্রিকেটাররা।

[৪] চট্টগ্রামে হাতে ১ উইকেট রেখে ২২৩ রানে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ‘এ’ দল। তাদের ইনিংস বেশিদূর এগোয়নি। আগের দিন ৫ উইকেট নেওয়া হাসান মুরাদ শেষ উইকেটটি নিয়ে প্রতিপক্ষকে ২৩১ রানে গুটিয়ে দেন। ৫৫ রানে ৬ উইকেট পেয়েছেন বাঁহাতি স্পিনার।

[৫] এইচপির ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি। পারভেজ হোসেন ইমন (৪) ও তানজিদ হাসান তামিম (১১) দ্রুত সাজঘরে ফেরেন। তিনে নেমে শাহাদাত হোসেন দিপু রানের খাতা খুলতে পারেননি। এরপর তৌহিদ হৃদয়কে নিয়ে ধাক্কা সামলে নেন জয়। এ সময় তিনি হাফ সেঞ্চুরি তুলে নিলেও হৃদয় ৩ রানের আক্ষেপে পোড়েন।

[৬] এরপর দলের হাল ধরেন আকবর ও আনিসুল ইসলাম। আকবর ৫১, আনিসুল ৩৫ রান করেন। মাঝে ৭৩ রান করে সাজঘরের পথ ধরেন জয়। রেজাউর রহমান ও তানবীর ইসলাম অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

[৭] বল হাতে রকিবুল হাসান ৩টি ও খালেদ আহমেদ ২টি উইকেট নেন। একটি করে উইকেট পেয়েছেন রাহী, শহীদুল ও নাঈম।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ‘এ’ ১ম ইনিংস: ২৩১

বাংলাদেশ এইচপি ১ম ইনিংস: ২৩৭/৮ (৭৯.১)

পারভেজ ৪, তানজিদ ১১, মাহমুদুল জয় ৭৩, শাহাদাত ০, হৃদয় ৪৭, আকবর ৫১, আনিসুল ৩৫, সুমন ৩, রেজাউর ৫*)
আবু জায়েদ ১/১৬, শহিদুল ১/২৭, খালেদ ২/৪৬, নাঈম ১/৭৬।

  • সর্বশেষ
  • জনপ্রিয়