শিরোনাম

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৪০ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলে স্টয়নিসের চোট, দুশ্চিন্তা বেড়েছে অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক: [২] দুবাইয়ে গতরাতে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলটি করেই মাঠ ছাড়তে হয় মার্কাস স্টয়নিসকে। এই ম্যাচ দিল্লি ক্যাপিটালস ৮ উইকেটে জিতে যাওয়ায় তাঁকে আর ব্যাট হাতে নামতে হয়নি। কিন্তু বোলিংয়ে ওভার অসম্পূর্ণ রেখে স্টয়নিস মাঠ ছাড়ায় বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বেড়েছে দুশ্চিন্তা।

[৩] মার্কাস স্টয়নিসের চোটের সবশেষ খবরের জন্য অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট অধীর আগ্রহে অপেক্ষা করছে। তবে চোট ছোটখাট বলেই ধারনা করা হচ্ছে, স্ক্যান শেষে জানা যাবে অবস্থা।
[৪] দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্জাইজিও চিন্তিত স্টয়নিসের চোটের কারণে। তবে খারাপ কিছু না হলেও আইপিএলের আগামী ১/২ ম্যাচে অনিশ্চিত থাকবে স্টয়নিসের খেলা।

[৫] সম্প্রতি মার্কাস স্টয়নিস ইএসপিএনকে বলেছিলেন, ‘আমার পরবর্তী সময়টাকে আমি যেভাবে দেখছি, আগামী তিন বছরে আমি কেবল অস্ট্রেলিয়ার সেরা ফিনিশার হতে চাই না, আমি বিশ্বের সেরা একজন ফিনিশার হতে চাই।’

[৬] ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ আগামী ২৩ অক্টোবর। তার এক মাস আগে স্টয়নিসের হ্যামস্ট্রিংয়ের চোট ভোগাবে অজিদের।

[৭] অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফর থেকেও সরে দাঁড়িয়েছিলেন মার্কাস স্টয়নিস, আইপিএলকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে ব্যবহারের লক্ষ্যে।

[৮] অস্ট্রেলিয়ার ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, মার্কাস স্টয়নিস, মিচেল সোয়েপসন ও জশ ইংলিস।
ট্র্যাভেল রিজার্ভ: ড্যান ক্রিস্টিয়ান, নাথান এলিস ও ড্যানিয়েল স্যামস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়