শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫৪ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে জমে উঠেছে ভাসমান পাটের হাট

সোহাগ হাসান: [২] সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলে নৌকায় মৌসুমী পাটের হাট জমে উঠেছে। এতে পাট কেনাবেচার ঐতিহ্য ফিরে এসেছে জেলায়। পাটের দামও ভালো পাচ্ছেন কৃষকরা।

[৩] জানা যায়, বর্ষার পানি কমে যাওয়ার পর থেকে উপজেলার নাটুয়ারপাড়া হাট ঘিরে নৌকায় এ পাট কেনাবেচা হচ্ছে। বর্তমানে পাটের দাম ভালো পাওয়ায় কৃষকেরা এখন খুশি। উপজেলাসহ বিভিন্ন এলাকার উৎপাদিত পাট কয়েক সপ্তাহ আগে থেকে বাজারজাতকরণ শুরু হয়েছে।সপ্তাহে শনিবার ও বুধবার সকাল থেকে নৌকায় এ হাট শুরু হয়। এ অঞ্চলের সোনালী আঁশ (পাট) কেনা বেচায় এখন নৌকার হাট বেশ জমে উঠেছে। বর্তমানে ৩ থেকে ৩ হাজার ২০০ টাকায় গড়ে প্রতি মণ পাট বিক্রি হচ্ছে।

[৪] উপজেলা চরাঞ্চলের নাটুয়ারপাড়া, মাইঝবাড়ি, তেকানি, মনসুর নগর, চরগিরিশ অঞ্চলে এবার পাট চাষ বেশি হয়েছে। এ অঞ্চলের নাটুয়ারপাড়াসহ বিভিন্ন হাট ঘিরে নৌকায় লাখ লাখ টাকার পাট বিক্রি হচ্ছে। এসব হাটে বগুড়া, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও জামালপুরের ব্যবসায়ীরা পাট ক্রয় করতে আসছে।

[৫] পাট ব্যবসায়ী আলতাফ হোসেন, সাইফুল ইসলাম, সোলেমান শেখ বলেন, গত বছরের চেয়ে এবার পাটের আমদানি ভালো। কৃষকেরা পাটের দামও ভালো পাচ্ছে এবং এ অঞ্চল থেকে পাট ক্রয় করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।

[৬] এদিকে এ পাট কাটার শুরু থেকে যমুনা নদীতে পানি ক্রমাগতভাবে বাড়তে থাকে এবং লাভজনক এ পাট কৃষকেরা ঘরে তোলার পর পরই যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নিম্নাঞ্চল বন্যা কবলিত হয়ে পড়ে। এ বন্যার পানি ক্রমাগতভাবে নেমে যাওয়ায় নৌকায় পাট বেচাকেনা জমে ওঠে।

[৭] উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম বলেন, এবার বন্যায় পাটের খুব একটা ক্ষতি হয়নি। কারণ বন্যা আসার আগেই কৃষকেরা পাট কেটেছে। পাট চাষে কৃষকদের পরামর্শ দেয়ায় তারা এ সুফল পাওয়া পাচ্ছে।

[৮] কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী বলেন, চরাঞ্চলের অধিকাংশ হাটে নৌকায় পাট বিক্রির বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। স্থানীয় কৃষি বিভাগ ও পাট অধিদপ্তরের কাজিপুর অফিসের পরামর্শে এখানে পাট চাষাবাদে লাভবান হচ্ছে কৃষকেরা। সরকারের নির্দেশনা রয়েছে পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার করতে হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়