শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৫:২৮ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৫:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]পাঞ্জাবের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর স্যামসনের ১২ লাখ টাকা জরিমানা

স্পোর্টস ডেস্ক : [২] চলতি আইপিএলের দ্বিতীয় পর্বে পাঞ্জাব কিংসকে উত্তেজনাকর ম্যাচে হারিয়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। শেষ ওভার তরুণ ফাস্ট বোলার কার্তিক ত্যাগীর নায়কোচিত পারফরম্যান্সে ম্যাচে রুদ্ধশ্বাস জয় পায় রাজস্থান রয়্যালস। তাতেও স্বস্তি পেলেন না দলের তরুণ অধিনায়ক সঞ্জু স্যামসন। ম্যাচ শেষে তাঁর ঘাড়ে নামানো হল বড়সড় শাস্তির খাঁড়া।

[৩] মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হওয়া ম্যাচে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনের বিরুদ্ধে ধীর গতিতে ওভার শেষ করানোর দায় চাপানো হয়েছে। এর জেরে ম্যাচও নির্ধারিত সময়ের থেকে দেরিতে শেষ হয়েছে বলে জানানো হয়েছে।

[৪] বলা হয়েছে যে সঞ্জু এবং তাঁর দলের এই আচরণ আইপিএলের বিধি লঙ্ঘন করেছে। শাস্তি হিসেবে নিয়ম অনুযায়ী এই ভুলের যাবতীয় দায় অধিনায়কের ঘাড়ে চাপিয়ে সঞ্জু স্যামসনকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সতর্ক করে দেওয়া হয়েছে এই বলে যে একই ঘটনা ফের ঘটলে রাজস্থান রয়্যালস ও তাঁর অধিনায়ককে আরও বড় শাস্তির মুখে পড়তে হতে পারে। নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়ে নিয়েছেন স্যামসন।

[৫] মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে ১৮৫ রান তুলতে সক্ষম হয় রাজস্থান রয়্যালস।
জবাবে পাঞ্জাব কিংসের হয়ে শেষ দুই ওভার এর আগ পর্যন্ত জয়ের পথে আগাচ্ছিল কেএল রাহুলরা। শেষ ১২ বলার দরকার ছিল ৮ রান, সেখানে ১৯ তম ওভারে মোস্তাফিজ মাত্র চার এবং ২০ তম ওভারে তরুণ কার্তিক ত্যাগীর অসাধারণ বোলিংয়ে লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয় কেএল রাহুলের দল, হারে ২ রানে। - ক্রিকবাজ/ ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়